ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

গ্রামীণ কমিশনের প্রতিবেদন সরকারি সাইটে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৭ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৩

ঢাকা: গ্রামীণ কমিশনের দেওয়া অন্তবর্তীকালীন প্রতিবেদন সরকারের ওয়েব সাইটে প্রকাশ করার কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার তথ্য অধিদফতরের এক বিবরণীতে একথা জানানো হয়েছে।



অর্থমন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব গকুল চাঁদ দাস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- গ্রামীণ ব্যাংক এবং এর সহযোগী প্রতিষ্ঠানগুলোর আন্তসম্পর্ক, সহযোগী প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম পর্যালোচনা, পুঁজি গঠন এবং ভবিষ্যত করণীয় সম্পর্কে সুপারিশ প্রণয়নের জন্য বাংলাদেশ সরকারের ২০১২ সালের ১৫ মে কমিশন গঠন করা হয়।

কমিশন গত মাসের ১৯ তারিখে একটি অন্তবর্তীকালীন প্রতিবেদন দাখিল করেছে। প্রতিবেদনটি অর্থমন্ত্রণালয়ের ওয়েব সাইটে প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, ১৪ মার্চ, ২০১৩
এসএআর/সম্পাদনা: মীর সানজিদা আলম, নিউজরুম এডিটর, সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।