বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি একেএম ফাহিম মাশরুরের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান সুনীল কান্তি বোসের সঙ্গে দেখা করেছেন।
ইন্টারনেটের সার্বিক ব্যবহার এবং গ্রামাঞ্চলে ইন্টারনেটের ব্যবহার সম্প্রসারণে এর সেবাব্যয় সহনীয় মাত্রায় কমিয়ে আনতে বিটিআরসি চেয়ারম্যানের সহযোগিতা প্রত্যাশা করেন বেসিস প্রতিনিধিরা।
এ ছাড়াও তথ্যপ্রযুক্তির তরুণ উদ্যোক্তা বিশেষ করে যারা মোবাইল ফোন কনটেন্ট ও ভ্যালু অ্যাডে সেবার সঙ্গে জড়িতদের জন্য ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে বিটিআরসির প্রকাশ্য ভূমিকার প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছেন।
এ সময় বেসিসের জ্যেষ্ঠ সহ-সভাপতি শামীম আহসান ও সহ-সভাপতি সৈয়দ আলমাস কবির উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময় ১৭৫৫ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৩
সম্পাদনা: সিজারাজ জাহান মিমি / সাব্বিন হাসান