ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

১০ লাখ ব্ল্যাকবেরি স্মার্টফোন বিক্রি

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৭ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৩
১০ লাখ ব্ল্যাকবেরি স্মার্টফোন বিক্রি

ব্ল্যাকবেরি। বিশ্বের সুপরিচিত সেলফোন ব্র্যান্ড।

বিশেষ করে করপোরেট ভোক্তাদের কাছে দারুণ জনপ্রিয় এ ব্র্র্যান্ডটি টাচস্ক্রিনের চাপে প্রায় বিলীন হয়ে যায়। কিন্তু নব্য ঘরানার ‘জেড১০’ মডেল নিয়ে ব্ল্যাকবেরি প্রথম তিন মাস সফলভাবেই অতিবাহিত করেছেন। সংবাদমাধ্যম সূত্র এ তথ্য দিয়েছে।

ওয়াটার লু এবং ওন্টারিওভিত্তিক ব্ল্যাকবেরি ১০ লাখ ‘জেড১০’ মডেল বিক্রি করেছে। আত্মপ্রকাশের দ্বিতীয় ত্রৈমাসিকে এ সংখ্যা ৬০ লাখ ছাড়িয়ে যাবে। বাজার সূত্র এ তথ্য দিয়েছে।

এ মডেল বাজারে আসার প্রথম ত্রৈমাসিকে ৯ কোটি ৮০ লাখ ডলার মুনাফা করেছে। এ হিসাবে গত বছর এ মুনাফা ছিল ৯০ লাখ ডলার। এ হিসাবে ব্ল্যাকবেরির প্রবৃদ্ধি এসেছে ১৯ ভাগ। এটি ব্ল্যাকবেরিকে বাজারে টিকে থাকতে আর্থিক প্রেরণা জোগানোর কথাই ইঙ্গিত করছে।

বাংলাদেশ সময় ২১৪৯ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।