পাবনা: শিক্ষিত যুবশক্তিকে স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার লক্ষে বুধবার পাবনায় অনলাইনে অর্থ উপার্জন বিষয়ক দুইদিনব্যাপী ‘লার্নিং অ্যান্ড আর্নিং’ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় এবং স্বনির্ভর বাংলাদেশ’র উদ্যোগে এদিন দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই কর্মশালা শুরু হয়।
এতে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ, নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর সাদিকুল আলম পাভেল, ট্রেনিং এক্সিকিউটিভ মো. আব্দুল হাই ও দিপঙ্কর মণ্ডল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খন্দকার মাহবুবুর রহমান।
উল্লেখ্য, দেশকে ডিজিটালাইজেশনের লক্ষে বেসরকারী সংগঠন ‘স্বনির্ভর বাংলাদেশ’ দেশের সকল জেলায় এ প্রশিক্ষণ কর্মকাণ্ড পরিচালনা করছে।
প্রশিক্ষণ কর্মশালায় জেলার ৫০ জন শিক্ষিত বেকার যুবক-যুবতী ও বিভিন্ন পেশাজীবী মানুষ অংশগ্রহণ করছেন। বৃহস্পতিবার এ কর্মশালা শেষ হবে।
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৩
সম্পাদনা: সোহেলুর রহমান, নিউজরুম এডিটর