মাইক্রোনেট ব্র্যান্ডের ‘এসপি২১৮ডি’ মডেলের ৮ পোর্টযুক্ত এন্টারপ্রাইজ কেভিএম সুইচ এখন দেশেই পাওয়া যাচ্ছে।
এতে আছে ১টি ভিজিএ পোর্ট, ১টি পিএস, ২টি কিবোর্ড পোর্ট, ১টি পিএস, ২টি মাউস পোর্ট, ১টি ডেইজি চেইন পোর্ট।
সার্ভার বা পিসির সঙ্গে সংযোগে আছে পিএস/২ এবং ইউএসবি এ দু ধরনের ইন্টারফেস। এটি ব্যবহারে আলাদা সফটওয়্যারের প্রয়োজন নেই। এটি বাস (৮ লেয়ার) এবং ট্রি (২ লেয়ার) উভয় টপোলজির সঙ্গে ডেইজি চেইন ফাংশন সমর্থণ করে।
এতে আছে ওএসডি ইন্টারফেস, হট-কি এবং পুশ বাটন। এর মাধ্যমে যে কোনো ব্যবহারকারী অনায়াসে ডিভাইসকে ব্যবহার করতে পারবেন। এ ছাড়া মাল্টিপ্ল্যাটফর্মের কম্পিউটার সাপোর্ট করার সঙ্গে এতে আছে পাসওয়ার্ড সিকিউরিটির ব্যবস্থা।
যা নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর ওএসডি ইন্টারফেসের মাধ্যমে সহজে প্রয়োগ করতে পারবেন। ৮ পিস কেভিএম ক্যাবল ছাড়াও কেভিএম সুইচের দাম ২০ হাজার ৫০০ টাকা। ঢাকার আগারগাঁওস্থ বিসিএস কম্পিউটার সিটিতে এ পণ্য পাওয়া যাবে।
বাংলাদেশ সময় ১৮৩৪ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৩
সম্পাদনা: সাব্বিন হাসান