ঢাকা: তথ্যপ্রযুক্তি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটির (ডিইউআইটিএস) নতুন বছরের সদস্যদের নবীনবরণ এবং সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হবে ১০ এপ্রিল বুধবার।
বুধবার বিকাল ৪টায় `ক্যারিয়ার ইন আইটি’ শীর্ষক সেমিনারের মধ্য দিয়ে এ আয়োজন শুরু হবে।
সংগঠনের মডারেটর আজম শফিউল আলম ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসিস সভাপতি ফাহিম মাশরুর। সোমবার এসব তথ্য জানিয়েছেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল্লাহ আল ইমরান।
আবদুল্লাহ আল ইমরান বাংলানিউজকে জানান, আইটি আন্দোলনে ব্যাপক সাড়া পেয়েছি। আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা আইটি সেক্টরকে নিজেদের আগামীর ক্যারিয়ারে সেরা সেক্টর মনে করে। তথ্যপ্রযুক্তি খাতে জাতীয় লক্ষ্য অর্জনের অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করি ২০১২ সালের ৩ ফেব্রুয়ারি। এখন এটি বিশ্ববিদ্যালয়ের বড় সংগঠনগুলোর মধ্যে একটি।
ইমরান বলেন, আইটি ও অনলাইনমুখী ক্যাম্পাস গড়তে আমরা নিত্যনতুন উদ্যোগ নিচ্ছি। ১০ এপ্রিল এ বিষয়ে তাই নানা আয়োজন থাকবে। বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে গঠিত এ সংগঠন প্রতিষ্ঠার পর থেকে শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি জ্ঞান বৃদ্ধিতে এবং তথ্যপ্রযুক্তিবান্ধব ক্যাম্পাস গঠনে গত এক বছর ধরেই কর্মশালা, বিষয়ভিত্তিক ই-আড্ডা, সেমিনার, গোলটেবিল বৈঠক, প্রযুক্তি উৎসব, আন্তঃহল কুইজ ও অনলাইন আইডিয়া প্রতিযোগসহ শিক্ষার্থীদের সচেতনতামূলক বিভিন্ন উদ্যোগ নিয়েছে।
বাংলাদেশ সময় ২২২৯ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৩
সম্পাদনা: সাব্বিন হাসান