সপ্তাহ খানেক আগেই মিউজিস সেবা চালুর কথা জানিয়েছিল টুইটার। এবারে মিলল তার চূড়ান্ত ছাড়পত্র।
এখানে আমেরিকান আইডলের নির্বাচিত গানও পাওয়া যাবে। বহুদিন থেকেই সংগীতভিত্তিক অ্যাপ তৈরিতে টুইটার কাজ করছে বলে সংবাদমাধ্যমে খবর ছড়াচ্ছিল। কিন্তু টুইটার ছিল এ বিষয়ে একেবারেই নীরব।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে ‘গুড মর্নিং আমেরিকা’ বার্তায় ট্ইুটার এ উদ্যোগের আনুষ্ঠানিক ঘোষণা করে। অনলাইন সংগীতে টুইটারের এ প্রবেশ নিশ্চিতভাবেই এ অঙ্গনকে আরও সমৃদ্ধ ও জনপ্রিয় করবে। এমনটাই জানিয়েছে অনলাইন বিশ্লেষকেরা।
আগ্রহীরা (music.twitter.com) এ সাইটে এখন থেকে টুইটার মিউজিক উপভোগ করতে পারবেন। শুরুতেই এ সেবা যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে ওয়েব সংস্করণে উপভোগ করা যাবে।
অ্যানড্রইড ঘরানা এবং বিশ্বের অন্য সব দেশেও এ সেবা দ্রুতই ছড়িয়ে দেওয়া হবে বলে টুইটার সূত্র জানিয়েছে। আপাতত টুইটার ভোক্তাদের মিউজিক সেবা পেতে কদিন অপেক্ষাতেই থাকতে হচ্ছে। তবে নতুন এ সেবাকে অনলাইন মিউজিক ভোক্তারা স্বাগতই জানিয়েছে।
বাংলাদেশ সময় ২১৫৯ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৩