ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

অদূরে আইফোন ৫এস, ফক্সকনে বাড়ছে কর্মী

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫২ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৩
অদূরে আইফোন ৫এস, ফক্সকনে বাড়ছে কর্মী

তাইওয়ানের প্রযুক্তি জায়ান্ট ফক্সকন এবং মিডিয়ার দেওয়া তথ্য মতে, কর্মীসংখ্যা বাড়াচ্ছে ফক্সকন। চীনে প্রতিষ্ঠানের প্রধান অ্যাসেম্বলি লাইনে বা কারিগরী কারখানায় কর্মীসংখ্যা বাড়ানোর মূল উদ্দেশ্যে রয়েছে নতুন আইফোন নির্মাণ প্রস্তুতি।

ফক্সকন মুখপাত্র সাইমন জানান তাদের প্রধান প্লানটে কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। এছাড়া কার্য-সংক্রান্ত সব চাহিদা প্রতিনিয়ত জানার উদ্দেশ্যে প্রতিষ্ঠান এ সিদ্ধান্ত নিয়েছে। নির্মাণ পরিকল্পনা প্রসঙ্গে বেশি কিছু বলতে অসম্মতি দেখিয়ে তিনি জানান বর্তমানে সেখানে ৩ লাখ লোক কাজ করছে। ক্রেতাদের সময়োপযোগী চাহিদার দিকটি বিবেচনায় নিয়ে এদিকে যাচ্ছে ফক্সকন।

এর আগে সোমবার ফক্সকন জানায় তাদের প্রধান কারখানায় মার্চের শেষ সপ্তাহে ১০ হাজার কর্মী নিয়োগ পেয়েছে। আর যেখানে অ্যাপলের আইফোন পাবে উৎপাদনের সবেচেয়ে বেশি সুযোগ সুবিধা।  

এদিকে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, আইফোনে বেশি নির্মাণ সুবিধা প্রদান করতে ঝঙ্গজহো’তে পুনরায় কর্মী নিয়োগ পাচ্ছে। অ্যাপলও নতুন পণ্য উৎপাদনে গতি বাড়াচ্ছে বলেও ইঙ্গিত দেওয়া হয়।

সংবাদ মাধ্যমটি নাম প্রকাশ ছাড়া ফক্সকন কার্য নির্বাহীর উদ্বৃত্তি দিয়ে জানান প্রতিষ্ঠান উক্ত স্থানে কর্মীসংখ্যা বৃদ্ধি করছে নতুন আইফোন প্রকাশের যোগান দিতে।  

তাইওয়ানে ফক্সকনের বাণিজ্যিক নাম ‘হন-হেই’ নিঁখুত কারিগরী দক্ষতা যার প্রধান পরিচিতি। ফক্সকন বিশ্বের বৃহত্তম চুক্তি-বিষয়ক ইলেকট্রনিক্স নির্মাতা যারা অ্যাপল, সনি, নকিয়ার মতো বিশ্বের সেরা প্রযুক্তিপণ্য প্রতিষ্ঠানের পণ্যের যন্ত্রাংশ সমন্বয়কারী প্রতিষ্ঠান। চীনের যাদের বিপুল সংখ্যক প্লানট আছে মোট কর্মীসংখ্যা তাদের ১ মিলিয়নের অধিক।

তথ্য মতে, ফেব্রুয়ারিতে ফক্সকন অস্থায়ীভাবে নতুন কর্মী নেওয়া স্থগিতের সিদ্ধান্তের কথা জানায়। কারণ আগের বছরগুলোর তুলনায় চীনে নিউ ইয়ার উপলক্ষ্যে নজরিবিহীন কর্মী ফিরে আসে।

যে সময় ফাইন্যান্সসিয়াল টাইমস প্রতিবেদন করে ফক্সকন ফ্রজনকে ঠিক করে অ্যাপলের আইফোন ৫ এর অর্ডার কম হওয়ায়। যদিও প্রতিষ্ঠান যে কোনো একজন কাস্টোমারকে লক্ষ্যে নিয়ে সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি নাকোচ করে।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।