শনিবার (২০ এপ্রিল) বাংলাদেশ সময় দুপুর ১টার পর থেকে দেশের বিভিন্ন স্থানে ইন্টারনেট ব্যাহত হচ্ছে বলে বাংলানিউজে খবর এসেছে। দেশের অনলাইন সংবাদমাধ্যমগুলোও ইন্টারনেট সেবা পাচ্ছেন না বলে জানা গেছে।
হঠাৎ করেই সাবমেরিন কেবলের (আইআইজি) সংযোগভুক্ত আপস্টিমিং সেবা ব্যাহত হওয়ায় এ বিভ্রাট তৈরি হয়েছে বলে সংশ্লিষ্ট বিশেষজ্ঞেরা জানিয়েছেন। বিটিসিএল অন্তর্ভুক্ত একটি কো-লোকেশনে সমস্যা হওয়ায় এমনটা হচ্ছে।
এ ছাড়াও দেশের বেশ কটি আইসিটি প্রতিষ্ঠান থেকেই ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে। তবে বিটিসিএল সূত্র এখনও এ বিষয়ে কোনো তথ্য সরবরাহ করেনি।
এদিকে দেশের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের হয়েও কেউ এ বিষয়ে সুস্পষ্ট কোনো তথ্য দিতে পারছে না। এ সমস্যা দীঘস্থায়ী হবে কি না তাও নিশ্চিত নয়। তবে অনেকেই বলছেন সাবমেরিন কেবলের ব্যাকআপ সংযোগের সুবাদে এ সমস্যার দ্রুতই সমাধান হবে।
এ প্রসঙ্গে খুদে বার্তায় জানা গেছে, বিটিসিএল এর সব সাবমেরিন সংযোগ এখন আপাতত বিচ্ছিন্ন। দ্রুতই এ সংযোগ স্থাপনে বিটিসিএল কাজ করছে বলেও বাংলানিউজকে জানানো হয়।
বাংলাদেশ সময় ১৩৪১ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৩