নতুন চমকে আবারও উন্মাদনার কথা জানিয়েছে গুগল। বহুল প্রতীক্ষিত ‘গুগল প্লে মিউজিক’ সেবার আনুষ্ঠানিক ঘোষণা সে কথাই বলছে।
এ সেবা মূলত অ্যানড্রইড ঘরানা ভুক্ত। আর এ জন্য গুগল ডেভেলপেরা নতুন আই/ও তৈরি করেছে। শুরুতে সর্বোচ্চ ৩০ দিনের জন্য এ সেবা ফ্রি থাকলেও। পরবর্তীতে মাসপ্রতি ৯.৯৯ ডলার সেবাব্যয় গুগল প্লে মিউজিক ভক্তদের।
যুক্তরাষ্ট্রে সানফ্রানসিসকোতে অনুষ্ঠিত গুগলের বার্ষিক সম্মেলনে এ মিউজিক সেবা চালুর আনুষ্ঠানিক ঘোষণা দেয় গুগল। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের গুগল প্লে মিউজিক গ্রাহকেরা এ সেবা উপভোগ করতে শুরু করেছেন। তবে খুব বেশি দিন এ সেবা বিনামূল্যে উপভোগ করা যাবে না।
গুগলের এ সেবা পদ্ধতির পরিচালক ক্রিস ইয়ারগা বলেন, অ্যানড্রইড সিস্টেমে সহজেই পরিচালিত গুগল প্লে মিউজিক বিশ্বের কোটি কোটি সংগীত ভক্তদের নতুন উন্মাদনায় ডুবিয়ে রাখবে।
এ জন্য খুব বেশি পদ্ধতিগত জটিলতা নেই। আর আসছে ৩০ জুনের মধ্যে এ সেবার জন্য নিবন্ধন করলে গ্রাহকেরা এ সংগীত বিশ্ব উপভোগ করবেন ৯.৯৯ ডলারের বিপরীতে ৭.৯৯ ডলারে। জানালেন গুগল মুখপাত্র ক্রিস।
এ সংগীত সেবাকে আরও বেশি সুসম্প্রসারিত করতে গুগল বিখ্যাত মিউজিক সেবাদাতা সনি, ইউনিভার্সেল এবং ওয়ারনারের সঙ্গে চুক্তি সই করেছে। ভবিষ্যতের সেবামাধ্যমে এ সব ব্র্যান্ডের উপস্থিতি দৃশ্যমান হবে।
প্রসঙ্গত, অ্যাপলের মিউজিক স্টোর সেবাকে ধাক্কা দিতেই গুগল এ মিউজিক সেবা নিয়ে আসছে। এ মুহূর্তে জনপ্রিয় অনলাইন মিউজিক সার্ভিস স্পটিফাইকে বাজার প্রতিযোগিতার মুখোমুখি করবে গুগল।
এখন বিশ্বের ৬০ লাখ মিউজিক ভক্ত সেবাব্যয় দিয়ে স্পটিফাই উপভোগ করেন। এ ছাড়াও এ সেবাভুক্ত অ্যাকটিভ ইউজার আছে ২ কোটি ৪০ লাখ। বিশ্বের ২৮টি দেশের সংগীত ভক্তরা এ সেবা উপভোগ করছেন।
বাংলাদেশ সময় ২২২৯ ঘণ্টা, মে ১৬, ২০১৩