শনিবার ২৫ মে ঢাকার বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানজেমেন্ট (বিআইবিএম) অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে ‘একুশ শতকের ব্যাংকিংয়ে তথ্যপ্রযুক্তির ব্যবহার’ শীর্ষক সেমিনার।
বিআইবিএম এবং সিটিও ফোরাম বাংলাদেশের যৌথ আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।
এ অনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন বিআইবিএম নির্বাহী পরিচালক ড. তৌফিক আহমেদ চৌধুরী এবং সিটিও ফোরাম বাংলাদেশের সভাপতি তপন কান্তি সরকার।
আলোচ্য সেমিনারের বিষয়বস্তুর ওপর গবেষণাপত্র উপস্থাপন করবেন আন্তর্জাতিক বিশেষজ্ঞ এসটিভ রাইডার, অজয় ঝা এবং সিসকো সিস্টেমসের সহ-সভাপতি কৌশিক নাথ। এ সেমিনারে বাংলাদেশের ব্যাংকিং খাতে তথ্যপ্রযুক্তি ব্যবহারের সর্বশেষ অবস্থা নিয়ে আলোচনা করা হবে বলে আয়োজক সূত্র জানিয়েছে।
বাংলাদেশ সময় ২১৫৯ ঘণ্টা, মে ২৩, ২০১৩
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর