ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

নতুনত্ব আসছে জিমেইল ইনবক্সে

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, মে ৩০, ২০১৩
নতুনত্ব আসছে জিমেইল ইনবক্সে

গুগল আর চমক এ দুইয়ের মধ্যে খুবই কমই দূরত্ব তৈরি হয়। এবারের তাই জিমেইলে নতুন ফিচার সেবার প্রস্তুতি একেবারে চূড়ান্ত করেছে গুগল।

আর তা হচ্ছে জিমেইল ইনবক্সের নতুন ফিচারশৈলী। সংবাদমাধ্যম সূত্র এ তথ্য দিয়েছে।

নতুন ইনবক্সে থাকবে বেশ কটি বাড়তি ট্যাব সুবিধা। এগুলোকে আবার নিজের প্রয়োজনের সঙ্গে মানিয়ে নেওয়া যাবে। এবারে গুগল আর আলাদা নয়, বরং অ্যানড্রইড এবং অ্যাপল আইওএস অ্যাপসের ব্যবহারযোগ্য করেই জিমেইল ইনবক্সকে প্রস্তুত করেছে।

এবারের নতুন ইনবক্সের মাধ্যমে বহুমাত্রিক কাজ সহজসাধ্য হয়ে যাবে। এরই মধ্যে নতুন ইনবক্সে কার্যশৈলীর বেশ কিছু কলাকৌশল ছবি আকারেও দেখা যাচ্ছে।

এবারে মোবাইল অর্থাৎ একেবারে সাধারণ মানের সেলফোনেও জিমেইলের নতুন এ ইনবক্স সুবিধা উপভোগ করা যাবে। আর তা আত্মপ্রকাশের প্রথম দিন থেকেই পাওয়া যাবে।

এ মুহূর্তে ঠিক কবে নাগাদ এ সুবিধা ভোক্তাদের জন্য অবমুক্ত করা হবে এ বিষয়ে গুগল এখনো কোনো দিনক্ষণ জানায়নি। তবে আসছে দু-এক সপ্তাহের মধ্যেই এটি উন্মুক্ত করা হবে। এমনই তথ্যই দিয়েছেন গুগল পর্যবেক্ষকেরা।

বাংলাদেশ সময় ১৬৫৯ ঘণ্টা, মে ৩০, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।