২০১৩ সালের প্রথম ত্রৈমাসিকের জন্য বিভিন্ন সিকিউরিটি সফটওয়্যারের ওপর ড্যানিশ টেকনোলজি ল্যাবস কর্তৃক পরিচালিত পরীক্ষায় ‘ক্যাসপারস্কি ইন্টারনেট সিকিউরিটি ২০১৩’ পুরস্কার অর্জন করেছে।
এ পরীক্ষায় আন্তর্জাতিকভাবে সুপরিচিত ৯টি সিকিউরিটি সফটওয়্যার অংশগ্রহণ করে।
আবার সব ধরনের হুমকি মোকাবিলার ক্ষেত্রে ৯৮ ভাগ কার্যকর ভূমিকা রাখতে সক্ষম। এ কারণেই সর্বোচ্চ গ্রেডপ্রাপ্ত তিনটি সফটওয়্যারের মধ্যে ‘ক্যাসপারস্কি ইন্টারনেট সিকিউরিটি ২১০৩’ শীর্ষস্থান পেয়েছে বলে জানানো হয়।
প্রসঙ্গত, ড্যানিশ টেকনোলজি ল্যাবে ক্যাসপারস্কি ইন্টারনেট সিকিউরিটিকে আগেও পুরস্কৃত হয়। গত অক্টোবরে একই সফটওয়্যারের আগের সংস্করণকেও তারা সেরা ঘোষণা করে।
বাংলাদেশ সময় ১৭৪৯ ঘণ্টা, মে ৩০, ২০১৩
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর