ঢাকার কারওয়ানবাজারস্থ বেসিস সভাকক্ষে বেসিস ইন্সটিটিউট অব টেকনোলোজি অ্যান্ড ম্যানেজমেন্টের (বিআইটিএম) সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
এ অনুষ্ঠানে সদ্য সমাপ্ত তিনটি ভিন্ন প্রশিক্ষণ কোর্সের ৬০ জন প্রশিক্ষণার্থীকে সনদপত্র দেওয়া হয়।
সনদপত্র বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসিস সভাপতি একেএম ফাহিম মাশরুর, কোষাধ্যক্ষ উত্তম কুমার পাল, ওওপি ডটনেটের প্রশিক্ষক জহিরুল আলম তাইমুন, পিএইচপি এবং বেসিক এইচটিএমএল, সিএসএস, জুমলা, ওয়ার্ডপ্রেসের প্রশিক্ষক শফিউল আলম।
সনদপত্র প্রদানের আগে বক্তারা বিআইটিএময়ের প্রশিক্ষণের লক্ষ্য, উদ্দেশ্য এবং সনদপত্রপ্রাপ্তদের সঙ্গে তাদের ভবিষ্যত কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
প্রসঙ্গত, দেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ জনবল তৈরির উদ্দেশ্য বিআইটিএম এ পর্যন্ত তিন হাজার প্রশিক্ষণার্থীকে আলাদা প্রোগ্রামিং ল্যাংগুয়েজের ওপর প্রশিক্ষণ দিয়ে আসছে।
বাংলাদেশ সময় ১৭০৯ ঘণ্টা, জুন ২৩, ২০১৩
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর