অ্যান্ড্রয়েড গেমিং কনসোল, অ্যান্ড্রয়েড রিস্ট-স্মার্টওয়াচ এবং নতুন নেক্সাস পণ্যের কাজ করছে গুগল। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে গুগলের এমন একসাথে একাধিক পণ্যে নিয়ে কাজের ভিত্তিহীন খবর বেরিয়েছে।
সুত্র মতে, বর্তমান গেমিং পণ্যের বাজারে গুগলের অ্যান্ড্রয়েড গেমিং কনসোলের জয়লাভের সমস্ত সম্ভাবনা বিরাজ করছে। বিশেষকরে বেশিরভাগ মোবাইল পণ্যে এ প্লালফর্মটি চালুর পর থেকেই এমন চিত্র ফুটে উঠেছে।
দিনেদিনে অ্যান্ড্রয়েড গেমের সংখ্যা যেমন বাড়ছে তেমনি বাড়ছে জনপ্রিয়তা।
এছাড়া নেক্সাস কিউ মিডিয়া প্লেয়ার ফিরিয়ে আনছে গুগল এমনও গুজব রটেছে। গত বছর নেক্সাস কিউ প্রকাশ করলেও খুচরা বাজারে এখনও প্রবেশ করেনি পণ্যটি।
এদিকে গুগলের নিজস্ব স্মার্টওয়াচ উন্নয়নের বিষয়টি এখন চরম আলোচিত কারণ এরইমধ্যে আকর্ষণীয় অত্যাধুনিক সব বৈশিষ্ট্যযোগে স্মার্টওয়াচ এনেছে সনি, স্যামসাং, অ্যাপলের মতো ব্র্যান্ড প্রতিষ্ঠান। তাই লড়াই প্রচন্ড তীব্রতর হয়ে উঠবে বলে আশঙ্কা করছে বাজার পর্যবেক্ষকরা।
উল্লেখ্য, গুগল সম্প্রতি কয়েকটি পণ্যের বাজারে প্রবেশ করেছে যার মধ্যে গুগল গ্লাস। আর নেক্সাস সিরিজের স্মার্টফোন এবং ট্যাবলেটের তৈরিতে এলজি এবং আসুসকে সহযোগী হিসেবে নিয়েছে।
বাংলাদেশ সময়: ২৩৪৫ ঘণ্টা, জুন ২৯, ২০১৩