ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

দেশে ২৪ হাজারে প্যাডফোন

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, জুলাই ১১, ২০১৩
দেশে ২৪ হাজারে প্যাডফোন

এখন দেশেই পাওয়া যাচ্ছে আসুস প্যাডফোন ট্যাবলেট পিসি। এতে আছে থ্রিজি মোবাইল ডেটা বা ইন্টারনেট ব্যবহারের সঙ্গে ফোন কলের সুবিধা।



জিএসএম সিম ব্যবহার করে ফোনের সবগুলো ফাংশন এতে উপভোগ করা যায়। এটি অ্যানড্রইড ৪.১ জেলিবিন মোবাইল অপারেটিং সিস্টেম প্ল্যাটফর্মের ১.২ গিগাহার্টজ ইন্টেল অ্যাটম প্রসেসর চালিত ট্যাবলেট পিসি।

এতে আছে ১৭৮ ডিগ্রি ভিউয়িং অ্যাঙ্গেলের এবং ১২৮০ বাই ৮০০ পিক্সেল রেজ্যুলেশন আইপিএস প্যানেলের মাল্টিটাচ ডিসপ্লে।

ট্যাবলেট পিসির বৈশিষ্ট্যের মধ্যে আছে ১ জিবি র‌্যাম, ৮ জিবি ডেটা স্টোরেজ, ডুয়্যাল ওয়েবক্যাম, ৮০২.১১ বি/জি/এন ওয়্যারলেস ল্যান, ব্লুটুথ ৩.০, জিপিএস এবং মাইক্রো ইউএসবি ২.০ ইন্টারফেস।

এতে সর্বোচ্চ ৯ ঘণ্টা পাওয়ার ব্যাকআপের লিথিয়াম পলিমার ব্যাটারির প্যাডফোন পিসির দাম ২৪ হাজার টাকা। ঢাকার আগারগাঁওস্থ বিসিএস কম্পিউটার সিটিতে এ প্যাডফোন ট্যাবলেট পিসি পাওয়া যাবে।

বাংলাদেশ সময় ২০৫৯ ঘণ্টা, জুলাই ১১, ২০১৩
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।