অবকাঠামো ভাগাভাগির জন্য মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা, বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি লিমিটেড (বিআইসিএল) এবং দেশব্যাপী ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার টমেটো ওয়েব একটি ত্রিপক্ষীয় চুক্তি সই করেছে।
বিআইসিএল এর করপোরেট অফিসে এ চুক্তি স্বাক্ষর করেন রবির চিফ মার্কেট অফিসার প্রদীপ শ্রীবাস্তব, বিআইসিএল এর হেড অব ফিন্যান্স ফারুক আহমেদ ও টমেটো ওয়েবের পরিচালক মোহাম্মদ আরিফ হোসেন খান।
সামনের দিনগুলোতে রবি, বিআইসিএল ও টমেটো ওয়েব আরও অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তি করবে। অবকাঠামো ভাগাভাগির ফলে টমোটো ওয়েব আরও কার্যকর ও দ্রুততার সঙ্গে তাদের নেটওয়ার্ক বিস্তৃত করতে পারবে।
ফলে যোগাযোগ সেবা হবে সহজলভ্য। এ ছাড়াও গ্রাহকেরা সাশ্রয়ী ও পছন্দ অনুযায়ী সেবা উপভোগ করতে পারবে। এ ছাড়া ব্যয় সঙ্কোচন সুবিধাসহ আরও সক্ষম প্রতিযোগী হয়ে উঠবে রবি ও টমেটো ওয়েব। আর সরকারের ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে এটি হবে একটি বড় পদক্ষেপ।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিআইসিএল’র হেড অব সেলস ও বিজনেস ডেভেলপমেন্ট আহমেদ আরমান সিদ্দিকি, হেড অব হিউম্যান রিসোর্সেস রিজওয়ান হামিদ কুরাইশি এবং শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়াও উপস্থিত ছিলেন টমেটো ওয়েবের ম্যানেজার নেটওয়ার্ক অপারেশন আলমগীর হোসেইন, ম্যানেজার পাওয়ার ডিভিশন রাকিবুল ইসলাম, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আসিফ রেজওয়ান ও সিস্টেম অ্যাডমিনিস্টেটর আবুল হাসানাত।
বাংলাদেশ সময় ১৭২৭ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৩
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর