ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ফেসবুকে জাতীয় মানবাধিকার কমিশন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৩ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৩
ফেসবুকে জাতীয় মানবাধিকার কমিশন

ঢাকা: বিশ্বের জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রবেশ‍ করল জাতীয় মানবাধিকার কমিশন। কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. মিজানুর রহমান সোমবার সংস্থার একটি ফেসবুক ফ্যান পেজ উন্মুক্ত করেছেন।



রাজধানীতে মানবাধিকার কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে মানবাধিকার সংশ্লিষ্ট একটি কর্মশালায় ফেসবুক ফ্যান পেজটি খোলা হয়। এ বিষয়ে আগ্রহীরা এখন (www.facebook.com/NHRCbangladesh) পেজে তাদের মতামত দিতে পারবেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তা গণতন্ত্র, মানবাধিকার ও শ্রম ব্যুরোর সহায়তা এ কর্মশালার উদ্যোক্তা মার্কিন আন্তর্জাতিক বেসরকারি সংস্থা রিলিফ ইন্টারন্যাশনাল।

সামাজিক মাধ্যম ও বাংলাদেশে মানবাধিকার আন্দোলন শীর্ষক দিনব্যাপী কর্মশালায় প্রশিক্ষকের দায়িত্বে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ফাহমিদুল হক।

বাংলাদেশ সময় ২২৫১ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর/ সাব্বিন হাসান, eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।