ঢাকা: তৃতীয় প্রজন্মের মোবাইল ফোন নেটওয়ার্কের (থ্রিজি) নিলামে অংশ নেওয়ার জন্য আবেদন করার শেষদিন সোমবার। আগামী ৮ সেপ্টেম্বর এ নিলাম অনুষ্ঠিত হবে।
তবে নিলামের আগেই লাইসেন্সের ওপর থেকে মূল্য সংযোজন কর (ভ্যাট) কমানো এবং টুজি লাইসেন্সের ভ্যাট ইস্যু নিয়ে জটিলতা অবসানের দাবি জানিয়ে আসছে মোবাইল অপারেটরগুলো।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সূত্রে জানা গেছে, সরকারি কোম্পানি টেলিটক বাংলাদেশ ছাড়া রোববার পর্যন্ত অন্য কোনো কোম্পানি বিটিআরসি’র কাছে নিলামে অংশ নেওয়ার জন্য আবেদন করেনি।
তবে বিটিআরসি ও মোবাইল অপারেটর কোম্পানিগুলোর সূত্র বলছে, সব কোম্পানিরই থ্রিজি প্রস্তুতি সম্পন্ন এবং সবাই আবেদনও করবে।
চার দফা সময় বাড়ানোর পর নতুন সময়সূচি অনুযায়ী ১৮ আগস্ট আবেদনকারীদের তালিকা প্রকাশ করবে বিটিআরসি। নিলাম প্রক্রিয়া নিয়ে বিটিআরসির সঙ্গে অপারেটরদের পরামর্শের দিন ১৯ আগস্ট।
নিরাপত্তা জামানত (আর্নেস্টমানি) জমা দিতে হবে ২৬ আগস্ট। যোগ্য বা অযোগ্য আবেদনকারীদের চিঠি দেওয়া হবে ১ সেপ্টেম্বর। নিলাম অনুষ্ঠিত হবে ৮ সেপ্টেম্বর এবং ওই দিনই চূড়ান্তভাবে নির্বাচিতদের তালিকা বিটিআরসি কার্যালয়ে টানিয়ে দেওয়া হবে।
প্রসঙ্গত, থ্রিজি হলো বর্তমানে প্রচলিত টুজি’র পরবর্তী প্রজন্মের মোবাইল ফোন নেটওয়ার্ক। এর উচ্চগতির সংযোগের ফলে ফোনে সহজেই ভিডিও কল করা যাবে। টেলিভিশন দেখা বা ভিডিও কনফারেন্স করা যাবে।
বর্তমানে দেশের একমাত্র সরকারি মোবাইল ফোন অপারেটর টেলিটক থ্রিজি নেটওয়ার্ক সুবিধা দিচ্ছে।
বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৩
এমআইআর/ সম্পাদনা: হাসান শাহরিয়ার হৃদয়, নিউজরুম এডিটর