অনলাইনে যাকাত। এমন ভাবনা থেকেই দেশের সবচেয়ে সক্রিয় অনলাইন সংবাদমাধ্যম বাংলানিউজটোয়েন্টিফোর.কম এবং অনলাইন বিকিকিনি সাইট এখনই ডটকম যৌথ উদ্যোগে যাকাতের বিতরণ করেছে।
অনেকে দেরিতে জানতে পেরেও এ উদ্যোগে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছে। তবে দেশের আবহে সামাজিক এ ধরনের উদ্যোগে অনলাইনের সফল প্রয়োগ অনেকের কাছেই নতুন ধারণা হিসেবে স্বীকৃতি পেয়েছে।
‘আপনার যাকাত, অসহায়ের ঈদ আনন্দ’ এমন বার্তা নিয়েই এ মহতি উদ্যোগের সূচনা। ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এখনই ডটকমের সিইও শামীম আহসান।
ঈদের আগেই এ উদ্যোগের প্রাপ্ত যাকাত বিতরণ করা হয়েছে সমাজের হতদরিদ্র মানুষের মধ্যে। ঢাকার তেজগাঁও এলাকা ঘুরে এ যাকাতের কাপড় বিতরণ করা হয়।
শহুরে কোনো হট্টগোল, হুড়োহুড়ি আর লাইন ধরা ছাড়াই একেবারেই হুট করেই ঢাকার তেজগাঁও এলাকায় এ ধরনের যাকাতের কাপড় পেয়ে দারুণ খুশি হয়েছেন দরিদ্র এ মানুষেরা। এ ধরনের সামাজিক উদ্যোগ নিয়ে ভবিষ্যতেও কাজ করবে বাংলানিউজ-এখনই ডটকম।
বাংলাদেশ সময় ২১০৯ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৩