ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আসছে নব্য আইপ্যাড মিনি

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৩
আসছে নব্য আইপ্যাড মিনি

শুধু আইফোন নয়, এবারে আইপ্যাড মিনির নতুন মডেলও প্রায় নিশ্চিত হয়ে গেছে। এ মুহূর্তে বিশ্বব্যাপী ট্যাবলেট পিসির জনপ্রিয়তা এবং বাজার কাটতি তুঙ্গে।

এ সমীকরণকেই আমলে নিয়ে আইপ্যাড মিনির নতুন ধারণা নিয়ে হাজির হচ্ছে অ্যাপল। সংবাদমাধ্যম সূত্র এ তথ্য দিয়েছে।

এ জন্য আইপ্যাড ভক্তদের খুব বেশি দিন অপেক্ষায় থাকতে হচ্ছে না। এ বছরের শেষভাগেই হাজির হচ্ছে নতুন ঘরানার আইপ্যাড মিনি। এরই মধ্যে ট্যাবলেট পণ্য উন্নয়নে স্যামসাং, গুগল, আসুসটেক দারুণ প্রতিযোগিতার আবহ তৈরি করেছে।

এখন বাজারে প্রচলিত আইপ্যাডের আকৃতি ৯.৭ ইঞ্চি। তবে একে আরও পাতলা এবং হালকা করে উপস্থাপনে অ্যাপল পরীক্ষামূলক কাজ সম্পন্ন করেছে। তাই নতুন আইপ্যাড মিনির ডিসপ্লে হবে ৭.৯ ইঞ্চি। এতে সংযুক্ত হচ্ছে উচ্চ রেজ্যুলেশনের রেটিনা ডিসপ্লে।

একই ধরনের ডিসপ্লে আইফোন এবং সবশেষ আইপ্যাডে ব্যবহৃত হচ্ছে। এ ছাড়া বৈশিষ্ট্যগত দিক থেকে এখনই আইপ্যাড মিনির সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। অ্যাপল মুখপাত্র ট্রুডি মুলার আইপ্যাডের নব্য ডিজাইন নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

বাংলাদেশ সময় ১৮১১ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।