ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

৩৮০০ টাকায় স্মার্টফোন চার্জার

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৩
৩৮০০ টাকায় স্মার্টফোন চার্জার

এখন স্মার্টফোন ছাড়া একটি দিনও চলে না। তবে বেসিক মোবাইল ফোনের তুলনায় স্মার্টফোন বাড়তি চার্জ খরচ করে।

এ জন্য একদিন পুরো না কাটতেই আবারও ব্যাটারি চার্জের প্রয়োজন হয়ে পড়ে।

এ সমস্যার সমাধানে গ্যাডমি ব্র্যান্ডের ‘এলিট পি১০’ মডেলের পোর্টেবল চার্জার দেশেই পাওয়া যাচ্ছে। ডুয়্যাল ইউএসবি আউটপুটের এ চার্জার দিয়ে স্মার্টফোন, এমপিথ্রি, এমপিফোর ছাড়াও ইউএসবি ঘরানার পণ্যগুলোতে বহনযোগ্য চার্জ দেওয়া সম্ভব। এ পণ্যের বিপণনকারী স্পিড টেকনোলজি এবং ইঞ্জিনিয়ারিং সূত্র এ তথ্য দিয়েছে।

ভ্রমণে কিংবা পকেটেই বহনযোগ্য এবং সহজ ব্যবহার সুবিধার এ পোর্টেবল চার্জারে আছে ১০০০০এমএএইচ লিথিয়াম-পলিমার ব্যাটারি সুবিধা। ওজন মাত্র ২৪১ গ্রাম।

এ মুহূর্তে গ্যাডমি পোর্টেবল চার্জারের দাম ৩ হাজার ৮০০ টাকা। ঢাকার আগারগাওস্থ বিসিএস কম্পিউটার সিটিতে এ ব্যাটারি কিনতে পাওয়া যাবে।

বাংলাদেশ সময় ২১০৫ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৩
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।