ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

চাকরি খুঁজে দেবে ‘লুজমাঙ্কিজ ডটকম’

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৩
চাকরি খুঁজে দেবে ‘লুজমাঙ্কিজ ডটকম’

বাংলাদেশের জন্য আনুষ্ঠানিকভাবে চাকরি খোঁজার এক অভিনব প্ল্যাটফর্ম ‘লুজমাঙ্কিস ডটকম’ উদ্বোধন করা হলো। দেশের মানবসম্পদ খাতে অগ্রণী ভূমিকা রাখার উদ্দেশ্য যাত্রা শুরু করা এ ওয়েবসাইটটি সর্বোত্তম সুফল নিশ্চিতে ২ বছরের গবেষণা, পরীক্ষা এবং নির্মাণ কাজের পেছনে নিরলস পরিশ্রম করেছে।



এ সাইটের কার্যকারিতা বাংলাদেশ ছাড়াও বিশ্বের যে কোনো জব সাইট থেকে বেশ ভিন্ন। এর মূল কারণ ইন্টেলিজেন্ট অ্যালগরিদম। পার্সেন্টেজের সাহায্যে চাকরি সন্ধানকারীদের দক্ষতা এবং যোগ্যতার ভিত্তিতে সবচেয়ে মানানসই চাকরি খোঁজার উপযোগিতার ক্ষমতা রাখে লুজমাঙ্কিস।

লুজমাঙ্কিস সাইটের একটি বিশেষ দিক হচ্ছে কোনো চাকরির ক্ষেত্রে, চাকরির জন্য আবেদন করার আগেই অন্যান্য আবেদনকারীর তুলনায় চাকরি পাওয়ার সম্বাবনা যাচাই করে দেখা যায় (বেল কার্ভের সাহায্যে দৃশ্যমান)।

লুজমাঙ্কিস ডটকম এখন চাকরিদাতা এবং সন্ধানকারীদের মধ্যে যোগাযোগ স্থাপনে আরও সক্রিয় ভূমিকা পালন করবে। এবারই প্রথম সাইটের বিল্টইন লাইভ চ্যাট প্রযুক্তির সাহায্যে চাকরিদাতা এবং সন্ধানকারী এখন একে অন্যের সঙ্গে কথোপোকথন করতে পারবেন। এটি পুরোপুরি নিয়ন্ত্রণ করবেন চাকরিদাতারা।

এমনকি যখনই একজন চাকরিদাতা কোনো প্রোফাইল দেখবেন বা ‘ফেভারিট’ তালিকায় রাখবেন, আবেদনকারী সে বিষয়ে তাৎক্ষণিক জানতে পারবেন। সেই দিন আর নেই যখন চাকরি সন্ধানকারীরা একের পর এক আবেদন করে যাবেন। ফলে তাদের কোনো ধারণাই থাকবে না যে তাদের আবেদন আদৌ পরে দেখা হচ্ছে কি না।

সবচেয়ে উপযুক্ত আবেদনকারী খোঁজার লক্ষ্যে চাকরিদাতাদের প্রতিটি আবেদন দেখার পরিশ্রম কমিয়ে দিতে এ সাইটে আছে ‘ম্যাচ পার্সেন্টেজ’ এবং ‘অ্যাডভান্সড ফিল্টারিং সিস্টেম’। এ ছাড়াও লুজমাঙ্কিসের সাহায্যে চাকরিদাতারা এখন ‘প্যাসিভ সিকার সাবস্ক্রিপশন’ ব্যবহার করে নিজ থেকেই খুঁজে নিতে পারবেন যোগ্য প্রার্থীকে।

অচিরেই ‘ভিডিও রেজিউমে’ এর সুবিধা চালু করা হচ্ছে। ফলে বাংলাদেশ বা বিশ্বের যে কোনো জায়গা থেকে আবেদনকারীদের যাচাই এবং চাকরি প্রদান করার পদ্ধতি আরও সহজ হবে।

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এশিয়াটিক থ্রিসিক্সটির চেয়ারম্যান আলী যাকের এবং বিএসএইচআরএম এর ভাইস প্রেসিডেন্ট সায়েদা ইয়াসমিন। এ সময় লুজমাঙ্কিসের সিইও নাদিমুর রহমান, পরিচালক জামাল শাহ ও ইন্তেজার আহমেদ এবং সিসিও অমর মগন উপস্থিত ছিলেন।

লুজমাঙ্কিসের সিইও নাদিমুর রহমান বলেন, লুজমাঙ্কিসের জন্য আমরা সর্বপ্রথম বাংলাদেশকেই বেছে নিয়েছি। কারণ আমরা আমাদের দেশীয় খাতেই প্রথম সেবা প্রদান করার এবং এ দেশের মানব সম্পদ খাতে পরিবর্তনের পুরোধা হওয়ার লক্ষ্যে। আগামী কমাসের মধ্যে আমরা উত্তর আমেরিকার দেশগুলোতেও লুজমাঙ্কিস ডটকম চালু করতে যাচ্ছি।

এ ছাড়াও সাইটের কার্যকারিতা এবং উপযোগিতা নিয়ে একটি উপস্থাপনা প্রদর্শন করা হয়। লুজমাঙ্কিস ডটকম প্রধান দেশীয় ও বহুজাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতায় যাত্রা শুরু করেছে। এরই মধ্যে এ প্রতিষ্ঠানগুলো উল্লেখযোগ্য সংখ্যক চাকরির জন্য যোগ্য প্রার্থীর খোঁজ নিবন্ধন করতে পারবেন। এখানে চাকরি সন্ধানকারীরাও (www.loosemonkies.com) সহজে আবেদন করতে পারবেন।

বাংলাদেশ সময় ১৮১৮ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৩
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর/আরআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।