ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

৬০ হাজারে ২৯ ইঞ্চি এলইডি মনিটর

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৩
৬০ হাজারে ২৯ ইঞ্চি এলইডি মনিটর

সুপরিচিত এলজির ‘২৯ইএ৯৩’ মডেলের আইপিএস ডিসপ্লে প্রযুক্তির এলইডি মনিটর দেশেই পাওয়া যায়। মূল পর্দা ২৯-ইঞ্চি।

বিপণন সূত্র গ্লোবাল ব্র্যান্ড এ তথ্য দিয়েছে।

এটি বিশ্বের আলোচিত ২১:৯ আলট্রা-ওয়াইডস্ক্রিন মনিটর। পেশাদার কম্পিউটার ব্যবহারকারী বা গ্রাফিক ডিজাইনারদের জন্য আদর্শ এ মনিটরের পর্দাকে সফটওয়্যারের মাধ্যমে সর্বোচ্চ ৪টি ভাগে বিভক্ত করে ৪টি পর্দায় ভিন্ন ভিন্ন প্রোগ্রাম একই সঙ্গে মনিটরে কাজ করা যায়।

এতে ডুয়াল লিঙ্কআপ ফিচার থাকায় একই সঙ্গে ২টি এক্সটার্নাল ডিভাইস যেমন ল্যাপটপ, পিসি, ক্যামেরা, ফোন বা ব্লুরে প্লেয়ার মনিটরে যুক্ত করে ব্যবহার করা যায়। স্মার্টফোনের গেম বা মুভি সরাসরি এ মনিটরে উপভোগে মোবাইল হাই-ডেফিনেশন লিঙ্ক সংযোগ সুবিধা।

এ মনিটরে আছে ২৫৬০ বাই ১০৮০ পিক্সেল রেজ্যুলেশন, ৫ মিলি সেকেন্ড রেসপন্স টাইম, ডিভিআই-ডি পোর্ট, ২টি এইচডিএমআই পোর্ট, ৩টি ইউএসবি (৩.০) পোর্ট, ডিসপ্লে পোর্ট, ৭ ওয়াটের স্টেরিও স্পিকার এবং অডিও ইন/আউট পোর্ট সুবিধা।

এ মুহূর্তে দাম ৬০ হাজার টাকা। ঢাকার আগারগাঁওস্থ বিসিএস কম্পিউটার সিটিতে এ পণ্য পাওয়া যাবে।

বাংলাদেশ সময় ২১৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৩
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর/এমজেডআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।