বর্তমানে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের বেশ কয়েকটি সংস্করণ রয়েছে আগামী সংস্করণেরও ঘোষণা এসেছে সার্চ জায়ান্ট থেকে। নামকরা চকলেট ব্র্যান্ড কিটক্যাটের নাম পেয়েছে নতুন সংস্করণটি।
সুত্র মতে, অ্যান্ড্রয়েড ৪.১ , ৪.২ হিসাবের আওতায় ছিল বাদ পড়েছে ৪.৩। মজার ব্যাপার হলো ৪.৩ অতি সম্প্রতি নির্মিত। ধারণা করা হচ্ছে, নিবন্ধনের সংখ্যা সামান্য হওয়ায় এটি হিসাবের মধ্যে রাখা হয়নি।
উল্লেখ্য, জিঞ্জারব্রেড আগেরবার প্রথমে ছিল। ৩০.৭ শতাংশ পণ্য দখলে নিয়ে এখন অ্যান্ড্রয়েডের দিতীয় সেরা সংস্করণ এটি। তৃতীয়তে আছে আইসক্রিম স্যান্ডউইচ ২১.৭ শতাংশ পণ্যে ব্যবহার হচ্ছে । এছাড়া ফ্রয়ো ২.৪ শতাংশ এবং ট্যাব উপযোগী হানিকম্ব মাত্র ০.১ শতাংশ পণ্যে রয়েছে।
হিসাবের ফলাফলের ভিত্তিতে বলা হচ্ছে অ্যান্ড্রয়েডের পৃথকীকরণের বিষয়টি বড় একটি সমস্যা দেখা দিচ্ছে। সব পণ্যের সফটওয়্যার উপযোগী করে পৃথক সব সংস্করণ তৈরিতে অত্যন্ত কৌশলি পন্থা অবলম্বন করছে গুগল। যেজন্য প্রতিষ্ঠানের নিজস্ব কিছু পণ্যের সফটওয়্যার আপডেটও ছেড়ে দেওয়া হচ্ছে।
এছাড়া নেক্সাস ৫ এর তথ্য ঘটনাক্রমে বেরিয়ে পড়ায় নতুন ওএস এর সাথে এটি পাওয়ার আশা করছে আগ্রহীরা।
যদিও ফাঁস হওয়া তথ্যের মধ্যে চোখ ধাঁধানো কিছু নেই।
বাংলাদেশ সময়: ০৪৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৩
এসআরএস