ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

থ্রিজি লাইসেন্স পেল এয়ারটেল

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৩
থ্রিজি লাইসেন্স পেল এয়ারটেল

দেশের বর্ধনশীল টেলিযোগাযোগ প্রতিষ্ঠান এয়ারটেল বাংলাদেশ টেলিকম রেগুলেটরি কমিশনের কাছে থ্রিজি লাইসেন্স অ্যাক্যুজিশন এবং স্পেকট্রাম অ্যাসাইনমেন্ট ফি জমা দিয়েছে। পরে লাইসেন্স লাভ করেছে।



এয়ারটেল বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ক্রিস টবিট ৩৬৯ কোটি টাকার চেক বিটিআরসির চেয়ারম্যান সুনীল কান্তি বোসের হাতে হস্তান্তর করেছে। এ চেক প্রদানের মাধ্যমে এয়ারটেল বিটিআরসিকে লাইসেন্সের জন্য সম্পূর্ণ ফি প্রদান করেছে।

এ সময় উপস্থিত ছিলেন এয়ারটেল বাংলাদেশের চিফ ফিন্যান্সিয়াল অফিসার এস কে মুখোপাধ্যায় এবং চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার আশরাফ চৌধুরী ছাড়াও অন্যান্য কর্মকর্তারা।

প্রসঙ্গত, দেশে ৮ সেপ্টেম্বর আয়োজিত থ্রিজি লাইসেন্স নিলামে ২১০০ মেগাহার্টজ ব্যান্ডে ৫ মেগাহার্টজ স্পেকট্রাম ছাড়াও থ্রিজি লাইসেন্স পেয়েছে এয়ারটেল।

বাংলাদেশে থ্রিজি পরিসেবা চালুর উদ্দেশ্যে হুয়াওয়ে টেকনোলজিসকে তাদের নেটওয়ার্ক পার্টনার হিসেবে নির্বাচিত করেছে এয়ারটেল।

বাংলাদেশ সময় ২১০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৩
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।