সুইজারল্যান্ডের জেনেভা শহরে ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ ওপেন নলেজ সম্মেলন (ওকেসিওএন)। তিন দিনব্যাপী এ সম্মেলন চলবে ১৮ সেপ্টেম্বর অবধি।
ওপেন নলেজ ফাউন্ডেশন নেটওয়ার্ক (ওকেএফএন) আয়োজিত এ সম্মেলনে সারাবিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রযুক্তি অ্যাক্টিভিস্ট, উদ্যোক্তা এবং ডেটা বিশেষজ্ঞেরা নানা বিষয়ে আলোচনায় অংশ নেবেন।
এ সম্মেলনে ওকেএফএন বাংলাদেশের অ্যাম্বাসেডর নুরুন্নবী চৌধুরী হাছিব ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের ওকেএফএনের অ্যাম্বাসেডররা অংশ নিচ্ছেন। এ ছাড়া সম্মেলনে ইউএনডিপি, ইউনিসেফ, ইউনেস্কো, বিশ্বব্যাংক ছাড়াও আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরাও সম্মেলনে মুক্ত বিভিন্ন বিষয় নিয়ে অংশ নেবেন।
এবারের সম্মেলনে মূল বক্তা হিসেবে থাকছেন সানলাই ফাউন্ডেশনের প্রধান নির্বাহী অ্যালেন মিলার, বিশ্বব্যাংকের প্রধান ইনোভেশন কর্মকর্তা ক্রিস ভেইন, ওপেন করপোরেটসের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস ট্যাগার্ট, গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্র“ভ নিউট্রিশনের প্রধান জয় নাইডু ছাড়াও শীর্ষ অনকে কর্মকর্তা।
মুক্ত সফটওয়্যার ডেভলপমেন্ট, ডেটা এক্সিপিডিশন, ওপেন ট্রান্সফোর্ট, ওপেন ফাইনান্স, ডেটা জার্নালিজম বিষয়ে একাধিক সেমিনার, কর্মশালা, হ্যাকেথন থাকছে এবারে। সম্মেলনের বিস্তারিত তথ্য (www.okcon.org/live) এ সাইটে জানা যাবে।
বাংলাদেশ সময় ১৮০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৩
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর