আসুস ব্র্যান্ডের ‘আরটি-এন১০ইউ’ মডেলের ওয়্যারলেস রাউটার। এর সর্বোচ্চ ডেটা ট্রান্সফার রেট ১৫০ মেগাবাইট/সেকেন্ড এবং অপারেটিং ফ্রিকোয়েন্সি ২.৫ গিগাহার্টজ।
এ শক্তিশালী অ্যান্টেনা দুর্বল ওয়াইফাই সিগন্যালকে বর্ধিত করে ব্যবহারোপযোগী করে। রাউটারে আছে ১টি আরজে-৪৫ ওয়্যান পোর্ট, ৪টি আরজে-৪৫ ল্যান পোর্ট, ১টি ইউএসবি ২.০ পোর্ট।
এ রাউটারের ইউএসবি ২.০ পোর্টটিতে থ্রিজি/ফোরজি ইউএসবি মডেম ব্যবহার করে ব্রডব্যান্ড ছাড়াও থ্রিজি/ফোরজি ইন্টারনেট ডেটা ব্যবহার করা যায়।
এ ছাড়া ইউএসবি পোর্টটি এফটিপি ফাইল শেয়ারিং, অল-ইন-ওয়ান প্রিন্টার শেয়ারিং এবং স্মার্টফোন বা ট্যাবলেট পিসি চার্জ করতে ব্যবহারযোগ্য। নেটওয়ার্কের নিরাপত্তা বিধানে এতে আছে ট্রাফিক ম্যানেজার, প্যারেন্টাল কন্ট্রোল, গেস্ট নেটওয়ার্ক, ৬৪-বিট এবং ১২৮-বিট ডব্লিউইপি ফিচার।
এ মুহূর্তে থ্রিজি এ রাউটারের দাম ২ হাজার ৮০০ টাকা। ঢাকার আগারগাঁওস্থ বিসিএস কম্পিউটার সিটিতে এ রাউটার পাওয়া যাচ্ছে।
বাংলাদেশ সময় ১৯১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৩
সম্পাদনা: সাব্বিন হাসান