ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ঢাকায় ক্যাসপারস্কির করপোরেট ইভেন্ট

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৩
ঢাকায় ক্যাসপারস্কির করপোরেট ইভেন্ট

ক্যাসপারস্কি ল্যাব বাংলাদেশের করপোরেট সেক্টরের ব্যবহারকারীদের জন্য একটি বিটুবি অনুষ্ঠানের আয়োজন করে। ঢাকার রূপসী বাংলা হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্যপ্রযুক্তি বিভাগের প্রধান কর্মকর্তারা ছাড়াও তাদের সহযোগীরাও অংশগ্রহণ করেন।



ক্যাসপারস্কি ল্যাব দক্ষিণ এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হালদে এতে উপস্থিত ছিলেন। নতুন ধারণ‍ার এ অনুষ্ঠানে হালদে এবং বাংলাদেশে ক্যাসপারস্কি ল্যাবের পরিবেশক অফিসএক্সট্র্যাক্টসের সিইও প্রবীর সরকার মঞ্চে যৌথ সংলাপের মাধ্যমে বাংলাদেশে ক্যাসপারস্কি ল্যাবের অর্জন এবং এর প্রাতিষ্ঠানিক পণ্যের বৈশিষ্ট্যগুলো উপস্থাপন করেন।

প্রবীর সরকার বাংলাদেশে ক্যাসপারস্কি ল্যাবের টেকনিক্যাল সাপোর্টের ওপর জোর দেন। বিশেষ করে তিনি বাংলাদেশের প্রেক্ষাপটে সাইবার নিরাপত্তা হুমকির ওপর মূল্যবান তথ্য উপস্থাপন করেন।

বাংলাদেশ সময় ১৭৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৩
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।