ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

খুলনায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন বিষয়ক সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৩
খুলনায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন বিষয়ক সভা

খুলনা: খুলনায় ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন: প্রেক্ষিত সুশাসন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় নগরীর বিএমএ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় ত্রৈমাসিক পত্রিকা খুলনার চিঠি এ আলোচনা সভার আয়োজন করে।

পত্রিকার সম্পাদক কাজী মোতাহার রহমান বাবুর সভাপতিত্বে সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকাশক মো. নূরুজ্জামান।

সভায় বক্তৃতা করেন- দৈনিক অনির্বান সম্পাদক অধ্যক্ষ আলী আহমেদ, অ্যাডভোকেট ফিরোজ আহমেদ, ড. জাকির হোসেন, সাংবাদিক হাসান আহমেদ মোল্লা, এরশাদ আলী, শেখ দিদারুল আলম, আবু তৈয়ব, সোহরাব হোসেন, কেএম জিয়াউস সাদাত, এহতেশামুল হক শাওন, এইচ এম আলাউদ্দিন, মো. হেদায়েত হোসেন মোল্লা, মিজানুর রহমান মিল্টন, আবুল হাসান হিমালয়, আবু হেনা মোস্তফা জামান পপলু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৩
এমআরএম/এএ/আরকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।