নারীদের গাড়ি চালানোয় নিষেধাজ্ঞা আনায় মুসলিম রাষ্ট্র সৌদি আরবে অনেক দিন ধরেই চলছে আন্দোলন।
সরকার এবং দেশটির নারীবাদিরা নিজ অবস্থানে অনড় থেকে পাল্টাপাল্টি যুক্তি দেখাচ্ছে।
অনলাইনে যারা নারীদের গাড়ি চালানো বন্ধের প্রতিবাদে সমর্থন করবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তাই নারী-প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে সরকারের এ হুশিয়ারি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে অনেকে। সৌদি বিধি বিধানকে উপেক্ষা করায় অনেকে আটক হবে। এমনকি নারীদের চাওয়া পূর্ণ হবেনা পথ থেকে তাদের সরে দাড়াতে হবে।
এদিকে নারীরা জোর দাবি করে বলছে দেশটিতে পুরুষদের জন্য কেবলমাত্র সংরক্ষিত স্থানে গাড়ি চালানোর নিয়মকানুন আছে।
বর্তমানে ইন্টারনেট প্রতিবাদের মূল হাতিয়ার এবং গণমাধ্যম পর্যন্ত পৌছানোর মাধ্যম হয়ে উঠেছে। গত শুক্রবার আরবের আল-হায়াত পত্রিকা সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তুর্কি আল ফয়সালের বরাত দিয়ে জানায় নারীদের গাড়ি চালানোর সমর্থনে সাইবার আইন প্রয়োগ হতে পারে। দোষীসাব্যস্ত হলে ৫ বছর পর্যন্ত কারাদেশ হবে।
সুত্র আরও জানায়, নারীদের গাড়ি চালানোয় নিষেধাজ্ঞা নিয়ে সেখানে নির্দিষ্ট কোনো নিয়ম নেই। দেশটির শক্তিশালী ইসলাম গোষ্ঠি আইনটি চালু করে।
বাংলাদেশ সময়: ০২০৩ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৩