ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ফটোগ্রাফি বিষয়ে ক্যাননের দিনব্যাপী কর্মশালা

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১১
ফটোগ্রাফি বিষয়ে ক্যাননের দিনব্যাপী কর্মশালা

ক্যানন ডিজিটাল এবং ডিএসএলআর ক্যামেরা নিয়ে কর্মশালার উদ্যোগ নিয়েছে। ১১ জানুয়ারি এ কর্মশালা অনুষ্ঠিত হবে।

আয়োজক জেএএন অ্যাসোসিয়েটস এ তথ্য জানিয়েছে।

উল্লেখ্য, ক্যানন সিঙ্গাপুর থেকে আগত মি. টেয়ো এ কর্মশালা পরিচালনা করবেন। এতে ডিজিটাল ক্যামেরায় সঠিকভাবে ছবি তোলা, রক্ষণাবেক্ষণ, লেন্স এবং আলোর ব্যবহার, ক্যানন ইওএস প্রযুক্তিসহ বিভিন্ন কারিগরি বিষয় অন্তর্ভূক্ত থাকবে।

এ কর্মশালায় অংশগ্রহণে আগ্রহীদের নিবন্ধন করতে হবে। এজন্য ন্যূনতম নিবন্ধন ফি জমা দিতে হবে। উল্লেখ্য, আগামী ৮ জানুয়ারি পর্যন্ত নাম নিবন্ধিত হওয়া যাবে।

প্রতিদিন এ কর্মশালা শুরু হবে সকাল সাড়ে ৯টায়। দিনব্যাপী এ কর্মশালা দুপুর ২টা পর্যন্ত চলবে। অনুসন্ধানে : জেএএন অ্যাসোসিয়েটস, বাড়ি-২৫, রোড-৫, ধানমন্ডি, ঢাকা। হ্যালো : ৯৬৬০৬০১।

বাংলাদেশ স্থানীয় সময় ২১৩৮, জানুয়ারি ৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।