ঢাকা: বিশ্বের সবচেয়ে দামি মোবাইল ফোনের মধ্যে শীর্ষস্থানে রয়েছে অ্যাপলের আইফোন ৫ এর ব্ল্যাক ডায়মন্ড সেটটি।
ব্যয়বহুল এই মোবাইলটির দাম ১৫ মিলিয়ন ডলার বা ১২০ কোটি টাকা।
কোন অটোমেশিন নয়, যুক্তরাজ্যের লিভারপুলের বিখ্যাত জুয়েলারি ডিজাইনার স্টুয়ার্ট হজ মোবাইলটি নিজ হাতে তৈরি করেছেন।
মোবাইলটির হোম বাটনে ২৬ ক্যারেট ওজনের ব্ল্যাক ডায়মন্ডের টুকরা দিয়ে তৈরি। মোবাইল সেটটির চার পাশের বর্ডারটি তৈরিতে ২৪ ক্যারেটের গোল্ড প্লেট (স্বর্ণের প্রলেপ) এবং ৬০০টি নিশ্ছিদ্র-নিখুঁত ডায়মন্ড ব্যাবহার করা হয়েছে।
এছাড়া, মোবাইল সেটটির পেছনে অ্যাপলের লোগোটিতে ৫৩টি হোয়াইট (সাদা) ডায়মন্ড টুকরো ব্যবহার করা হয়েছে।
সেটের স্ক্রিনটি বিশ্বের সবচেয়ে দামি ন্যাচারাল সেপিরায় গ্লাস দিয়ে তৈরি যার প্রতি ইঞ্চির মূল্য কোটি টাকারও বেশি।
সেটটি ডিজাইনের কাজ করতে স্টুয়ার্টের ৯ সপ্তাহ সময় লাগে। ২০১৩ সালের সেপ্টেম্বর মাসে ফোনটি তৈরির কাজ শেষ হলেও সম্প্রতি ফোনটি বাজারজাত করেছেন স্টুয়ার্ট।
স্টুয়ার্টের কাছ থেকে ২০১৩ সালের নভেম্বর মাসে ফোনটি চাইনিজ এক ব্যবসায়ী কিনেছেন। তবে স্টুয়ার্ট সেই ব্যবসায়ীর নাম বলেননি।
এর আগে, ২০১১ সালে স্টুয়ার্ট আইফোন ৪এস (ফোরএস) এলিট গোল্ড ফোন নামে একটি ফোন তৈরি করেন, যার মূল্য ধরা হয়েছিল ৯ মিলিয়ন ডলার (৭২ কোটি টাকার)। যেটা ছিল সেসময়কার সবচেয়ে দামি মোবাইল সেট।
চাইনিজ ওই ব্যবসায়ী ২০১২ সালে স্টুয়ার্ট থেকে ৯ মিলিয়ন ডলারের ওই ফোনটিও কিনে নিয়েছিলেন।
স্টুয়ার্ট হজ মোবাইল ফোন ছাড়াও আইপ্যাড, ল্যাপটপ, গাড়ি, ঘরের আসবাবপত্র, অডিও-ভিডিও সিস্টেমে জুয়েলারি দিয়ে মনোরম ডিজাইন তৈরি করেন।
http://stuarthughes.com/newdawn/index.php এ ভিজিট করে তার তৈরি মনোরম ডিজাইনের সেসব ব্যয়বহুল জিনিসপত্র দেখা যাবে।
বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৩
এডিআর/এইচএ/আরকে