ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বাংলাদেশে অস্কার জয়ী নাফিস

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৩
বাংলাদেশে অস্কার জয়ী নাফিস

প্রথম বাংলাদেশি হিসেবে অস্কার বিজয়ী নাফিস বিন জাফর বাংলাদেশে আসছেন। ২২ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ আয়োজিত সেমিনারে অংশ নেবেন নাফিস।



এ সময় শিক্ষার্থীদের সঙ্গে ভিজ্যুয়াল ইফেক্ট, অ্যানিমেশন সফটওয়্যার ফর ফিল্ম অ্যান্ড সিজিআই বিষয়ে বাস্তবিক কিছু অভিজ্ঞতা বিনিময় করবেন নাফিস।

আইইউবির স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্পিউটার সায়েন্সের উদ্যোগে এ সেমিনারে হলিউডে অ্যানিমেশন মুভি তৈরির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন তিনি। শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি প্রশ্ন-উত্তর পর্বও থাকবে।

প্রসঙ্গত, অস্কারের একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স বিভাগে ২০০৭ সালে অস্কার পুরস্কার পান নাফিস। হলিউড ব্লকবাস্টার মুভি ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: অ্যাট ওয়ার্ল্ডস অ্যান্ড’ ফ্লুইড ডাইনামিক্সে অসাধারণ কাজ করায় তিনি এ পুরস্কার পান।

২০০৮ সালের ৯ ফেব্রুয়ারি বেভারলি উইলশায়ার হোটেলে নাফিসের হাতে অস্কার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ‘সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল অ্যাওয়ার্ড’ তুলে দেওয়া হয়।

এ মুহূর্তে নিউইয়র্কের লং আইল্যান্ডে বসবাসরত নাফিস বিন জাফরের বাবা জাফর বিন বাশার ও মা নাফিসা জাফর।

বাবা-মায়ের একমাত্র সন্তান নাফিস ১৯৭৭ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। তার গ্রামের বাড়ি রাজবাড়ীতে। ১৯৮৯ সালে সপরিবারে যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনার চার্লসটনে যান তিনি। কলেজ অব চার্লসটন থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

বাংলাদেশ সময় ১৬১৬ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৩
সম্পাদনা: সাব্বিন হাসান

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।