ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

গ্রামীণফোনে বিনা মূল্যে উইকিপিডিয়া

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৩
গ্রামীণফোনে বিনা মূল্যে উইকিপিডিয়া

বাংলালিংকের পর এবার বিনা খরচে উইকিপিডিয়া ব্যবহারের সুযোগ চালু করল গ্রামীণফোন। ইন্টারনেটে মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়া (www.wikipedia.org) সহজে সাধারণ ব্যবহারকারীদের কাছে পৌঁছে দিতে নানা ধরনের প্রকল্পের মধ্যে উল্লেখযোগ্য উইকিপিডিয়া জিরো প্রকল্প।



এরই মধ্যে এ প্রকল্পটি পুরস্কার জিতে নিয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশে এখন বাংলালিংক ও গ্রামীণফোন এ সেবা দিচ্ছে। এ প্রকল্পের আওতায় বাংলাদেশে বাংলালিংক ও গ্রামীণফোনের গ্রাহকেরা (zero.wikipedia.org) ঠিকানা ব্যবহার করে বিনা খরচে উইকিপিডিয়া ব্যবহার করতে পারবেন। গত ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে গ্রামীণফোন এ সুবিধা চালু করে।

গ্রামীণফোনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে বাংলাদেশের উইকিপিডিয়ানরা। উইকিপিডিয়া পরিচালনাকারী সংস্থা উইকিমিডিয়া ফাউন্ডেশনের বাংলাদেশ চ্যাপ্টার উইকিমিডিয়া বাংলাদেশের সভাপতি মুনির হাসান জানান, এর মাধ্যমে মুক্ত জ্ঞানভান্ডার বাংলাদেশের অনেকের কাছে পৌঁছানো সম্ভব। দেশের তিন কোটি ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে আড়াই কোটিরও বেশি তাদের মোবাইলে ইন্টারনেট ব্যবহার করে থাকে।

বিনামূল্যে ইন্টারনেটে উইকিপিডিয়া পড়ার সুযোগ তাদের জ্ঞান ভান্ডারকে বিকশিত করতে সহায়তা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। বাংলা উইকিপিডিয়ার প্রশাসক নুরুন্নবী চৌধুরী হাছিব জানান, মুক্ত জ্ঞানের ভান্ডার উইকিপিডিয়ার ব্যবহার সবার কাছে সহজে পৌঁছে দিতে এ উদ্যোগ সহায়ক। এর মাধ্যমে আরও বেশি ব্যবহারকারী উইকিপিডিয়ার ব্যবহারের সুযোগ পাবেন।

আরেক প্রশাসক নাসির খান সৈকত জানান, যত বেশি ব্যবহারকারী উইকিপিডিয়া ব্যবহার করবেন ততই ভালো। এতে করে উইকিপিডিয়ার সহজ ব্যবহার বাড়বে এবং নতুন অনেক অবদানকারী যুক্ত হবেন।

অন্য সব মোবাইল অপারেটরদের মাধ্যমেও একই সুবিধা দেওয়ার ব্যাপারে উইকিমিডিয়া ফাউন্ডেশন মোবাইল অপারেটরদের সঙ্গে কাজ করে যাচ্ছে বলে জানা গেছে।

প্রসঙ্গত, গত ১৩ নভেম্বর উইকিমিডিয়া ফাউন্ডেশনের মোবাইল প্রোগ্রামের পরিচালক ক্যারোলিন সেøায়েডার বাংলাদেশে উইকিপডিয়া জিরো কার্যক্রমের নানা দিক তুলে ধরেন।

বাংলাদেশ সময় ২২০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৩
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।