প্রযুক্তিপণ্যের আসর কনজ্যুমার ইলেকট্রনিক্স শো(সিইএস)। আগামী ৭ জানুয়ারি, ২০১৪ সালের এ দিনটির (সিইএস) জন্য নির্ধারণ হয়েছে।
আইপিএস প্রযুক্তির ২১.৫ ইঞ্চির চওড়া পর্দা সম্পূর্ণ উচ্চক্ষমতার। ক্রোমভিত্তিক এ পণ্য গুগলের বিভিন্ন অ্যাপলিকেশন দিয়ে প্যাক হয়েছে। ফলে ইমেইল ডকুমেন্টস লেখা, সদ্য খবরাখবর এবং ইবুক পড়া, ভিডিও ছবি সম্পাদনা এবং গেম উপভোগ করা যাবে।
গুগলের জিমেইল, ড্রাইভ, সার্চ, ম্যাপস, ইউটিউব, প্লে এবং গুগল প্লাস হ্যাঙ্গআউট সেবাগুলোও ব্যবহার করতে পারবে ব্যবহারকারীরা। এছাড়া নিরাপত্তা সুবিধা নির্দিষ্ট থাকায় তথ্যাদি থাকবে সুরক্ষিত। অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে ইন্টেলের ফোর্থ জেনারেশন সিপিইউ যেটি ওয়েব অ্যাপস, গেমস এবং গ্রাফিক্সের কাজ সহজ করে।
ভিডিও কলের জন্য ডেস্কটপটিতে ১.৩ মেগাপিক্সেল ওয়েবক্যাম এবং মাইক্রোফোন আছে। এক জোড়া ফাইভডব্লিউ স্পিকার থাকায় পরিস্কার আর উচ্চমানের শব্দ এবং গান প্রেরণে সক্ষম এটি।
বাংলাদেশ সময়: ০৩০৭ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৩