ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

গুগল সার্চের শীর্ষ পাঁচে বিক্রয় ডটকম

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৩
গুগল সার্চের শীর্ষ পাঁচে বিক্রয় ডটকম

অনলাইন বিকিকিনিতে ক্রমেই আগ্রহী হয়ে উঠছেন বাংলাদেশের সাধারণ ক্রেতারা। প্রকাশিত গুগলের সার্চ ইঞ্জিনের পরিসংখ্যানে বাংলাদেশ থেকে ওয়েবে খোঁজা হয় এমন শীর্ষ পাঁচে চলে এসেছে অনলাইন মার্কেট প্লেস বিক্রয় ডটকম।



প্রসঙ্গত, সম্প্রতি গুগল বাংলাদেশ ছাড়াও সারা বিশ্বে গুগল সার্চের জনপ্রিয় সার্চ টার্ম ও ব্যাক্তির তালিকা প্রকাশ করে। এতে বিক্রয় ডটকম তাদের এ অবস্থান নিশ্চিত করেছে বলে গুগল সূত্রে জানা গেছে।

২০১৩ সালের এসএসসি পরীক্ষার ফলাফল এ তালিকার শীর্ষে আছে। দ্বিতীয় সার্চ কি ওয়ার্ড ২০১৩ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল এবং তৃতীয় স্থানে আছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক।

চতুর্থ সার্চ টার্ম দেশের শীর্ষস্থানীয় অনলাইন মার্কেট প্লে¬স বিক্রয় ডটকম। বিক্রয় ডটকমই একমাত্র অনলাইন মার্কেট প্লেস যা গুগল সার্চ ইঞ্জিনের শীর্ষ পাঁচ নম্বর তালিকায় স্থান করে নিয়েছে।

এ প্রসঙ্গে বিক্রয় ডটকমের মার্কেটিং ম্যানেজার ঈশিতা শারমিন বলেন, বাংলাদেশের মানুষ অনলাইনে কেনাকাটার দিকে ঝুঁকছে। আর অনলাইন মার্কেট প্লেস হিসেবে বিক্রয় ডটকমকে সবচেয়ে বেশি পছন্দ করছেন।

এরই আন্তর্জাতিক আনুষ্ঠানিক স্বীকৃতি মিলেছে গুগল সার্চ ইঞ্জিনের সবশেষ পরিসংখ্যানে। বাংলাদেশের অনলাইন বাজারের ক্রেতা-বিক্রেতারা বিক্রয় ডটকমের ওপর আস্থা রেখে চলেছেন।

বাংলাদেশ সময় ১৭৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৩
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।