ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

১৩০০ টাকায় নোটবুক কুলার

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৪
১৩০০ টাকায় নোটবুক কুলার

দেশে সুপরিচিত কুলার মাস্টার ব্র্যান্ডের পণ্য বিপণনকারীর দায়িত্ব পেয়েছে গ্লোবাল ব্র্যান্ড। বিভিন্ন প্রযুক্তিপণ্যের অতিরিক্ত তাপমাত্রা সামলে নিতে কুলার ব্র্যান্ডের বহুমুখী পণ্য আছে।



প্রসঙ্গত, ১৯৯২ সালে প্রতিষ্ঠিত এ ব্র্যান্ডের আছে কম্পিউটার কেসিং বা চেসিস, পাওয়ার সাপ্লাই ইউনিট, পিসি কুলার, কুলিং প্যাড এবং বাড়তি সুবিধার খুচরা যন্ত্রাংশ।

এ মুহূর্তে দেশের আইটি বাজারে কুলার মাস্টার ব্র্যান্ডের বিভিন্ন মডেলের গেমিং কেসিং ন্যূনতম ৩,৩০০ টাকা থেকে সর্বোচ্চ ৩২ হাজার টাকায়, নোটবুক কুলার ন্যূনতম ১,৩০০ থেকে সর্বোচ্চ ২,৫০০ টাকায় এবং পাওয়ার সাপ্লাই ইউনিট ন্যূনতম ৩ থেকে সর্বোচ্চ ২৮ হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে।

বাংলাদেশ সময় ২১৩৯ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৪
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।