ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

করপোরেট সেরা ক্যাসপারস্কি

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৪
করপোরেট সেরা ক্যাসপারস্কি

এন্ডপয়েন্ট প্রটেকশন প্ল্যাটফরমে যথাযথ কার্যকর নিরাপত্তা প্রদানে সক্ষমতার বিচারে ক্যাসপারস্কি ল্যাব স্বীক‍ৃতি পেয়েছে।

পর পর তিনবার জন্য বিশ্বের নেতৃস্থানীয় তথ্যপ্রযুক্তি গবেষণা ও পরামর্শক প্রতিষ্ঠান গার্টনার ইনকরপোরেশনের গবেষণা মুখপত্র গার্টনার ২০১৪ ম্যাজিক কোয়াড্র্যান্টের ‘লিডার’ শ্রেণিতে অন্তর্ভূক্ত হওয়ার বিরল কৃতিত্ব অর্জন করেছে।



গার্টনার ম্যাজিক কোয়াড্র্যান্ট হচ্ছে তথ্যপ্রযুক্তি খাতের ১৮টি সিকিউরিটি সফটওয়্যার নির্মাতা ও বিক্রেতা প্রতিষ্ঠানের এন্ডপয়েন্ট প্রটেকশন প্ল্যাটফরমের বাজার বিষয়ক জটিল বিশ্লেষণধর্মী একটি বার্ষিক গবেষণা প্রতিবেদন। গার্টনারের সর্বশেষ এ প্রতিবেদনের মাধ্যমে করপোরেট খাতেও ক্যাসপারস্কি ল্যাব সেরা বলে আরও একবার স্বীকৃতি মিলল।

বাংলাদেশ সময় ২১৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।