ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

১০০ কোটি স্মার্টফোন বিক্রি!

সাব্বিন হাসান, আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৪
১০০ কোটি স্মার্টফোন বিক্রি!

স্মার্টফোনের জনপ্রিয়তা এখন তুঙ্গে। গত বছর অর্থাৎ ২০১৩ সাল থেকেই মূলত স্মার্টফোনের বাজার বিশ্বব্যাপী নিজের শক্ত অবস্থান জানান দিতে থাকে।

এবারে তা এক কোটি ছাড়িয়ে গেল। আইডিসি সূত্র এ তথ্য দিয়েছে।

২০১২ সালের তুলনায় ২০১৩ সালে স্মার্টফোনের প্রবৃদ্ধি ৩৮.৪ ভাগ বেড়ে ১০০ কোটিতে (১ বিলিয়ন) পৌঁছে যায়। ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশন (আইডিসি) এমন তথ্য দিয়েছে।

পুরো বিশ্বের মোবাইল ফোন বিক্রিতে ২০১৩ সালে শুধু স্মার্টফোনই ৫৫.১ ভাগ বাজার দখলে নেয়। এ বছর স্যামসাং ৩১.৩ ভাগ বাজার নিয়ে স্মার্টফোনের বাজারে প্রথম স্থান নিয়েছে।   ১৮.৭ ভাগ থেকে কমে ১৫.৩ ভাগ বাজার দখলে নিয়ে অ্যাপল পেয়েছে দ্বিতীয় অবস্থান।

এর ঠিক পরেই হুয়াওয়ে (তৃতীয়), এলজি (চতুর্থ) এবং লেনোভো (পঞ্চম) প্রত্যেকেই স্মার্টফোনের ৫ ভাগের নিচে শেয়ার নিয়ে পর পর অবস্থান নিয়েছে। স্মার্টফোনের ১০০ কোটি বাজারের প্রভাবে বিশ্বব্যাপী সব ধরনের ব্যবসাই হয়ে উঠেছে ইন্টারনেটনির্ভর। এতে ইন্টারনেটের চাহিদা ও বাজার দুটোই হু হু করে বাড়ছে।

বাংলাদেশ সময় ২০০৬ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।