ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

টপ অন টপ :

অ্যাপলিকেশন ডাউনলোডে ১০ হাজার ডলার পুরষ্কার!

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৭ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১১
অ্যাপলিকেশন ডাউনলোডে ১০ হাজার ডলার পুরষ্কার!

এ মুহূর্তে বিশ্বের কোটি কোটি অ্যাপল আইটিউনস ভক্তের যে কেউ পেয়ে যেতে পারেন বড় অঙ্কের পুরষ্কার। আর এ পুরষ্কারের অঙ্ক হচ্ছে ১০ হাজার ডলার।

অ্যাপল সূত্র এ তথ্য জানিয়েছে।

এ পুরষ্কার পাবেন ১ হাজার কোটিতম আইটিউন অ্যাপলিকেশনটি ডাউনলোডকারী ভক্ত।

এ মুহূর্তে সৌভাগ্যভান হওয়ার পথটি সবার জন্যই অবমুক্ত। উল্লেখ্য, গত দু’বছর ধরে আইটিউন অ্যাপলিকেশন ডাউনলোড ১ হাজার কোটি বারের কোটা ছুঁয়ে আসছে।

তাই অ্যাপল এ প্রতিযোগিতার দৌড়ে যুক্ত করেছে নতুন মাত্রা। জানুয়ারি মাসের যে কোনো সময়ে ১ হাজার কোটিতম অ্যাপলিকেশন ডাউনলোডকারীকে দেওয়া হবে বিশেষ পুরষ্কার।

এ মুহূর্তের প্রকাশিত হিসাবটি বিস্ময়কর। কারণ অ্যাপল আইটিউনস অ্যাপলিকেশন ডাউনলোডের সংখ্যা দাড়িয়েছে ৯৯৭ কোটি ৩৮ লাখ ৯ হাজার ৭৭৮। এ মুহূর্তে এ সংখ্যাতথ্য পুরো বিশ্বের মোট জনসংখ্যার তুলনায় কম। আর জনপ্রিয়তার উপমা দেওয়া অর্থহীনই বলা চলে।

তাই গ্রাহকপ্রিয়তায় সাড়া দিতে অ্যাপল ১০ হাজার ডলারের আইটিউনস গিফট কার্ড প্রদানে অপেক্ষার প্রহর গুণছে। উল্লেখ্য, গত বছর ১ হাজার কোটিতম আইটিউনস মিউজিক ডাউনলোড করে জর্জিয়ার ৭১ বছর বয়সী লুই উডস্টক ১০ হাজার ডলার প্রাইজমানি জিতে নেন।

লুই উডস্টক শুধু ১০ হাজার ডলার মূল্যের আইটিউনস গিফট কার্ডই জয় করেননি। বরং স্বশরীরে সাক্ষাৎ পেয়েছেন অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভ জবসের।

অ্যাপল আইটিউনস অ্যাপলিকেশন ডাউনলোডের এ কাউন্টডাউন কোন ভক্তের সৌভাগ্যের দরজায় কড়া নাড়ে তাই দেখার অপেক্ষায় আছেন এখন অ্যাপল ভক্তকুল।

বাংলাদেশ স্থানীয় সময় ২২৪৮ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।