ঢাকা: বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে ৫দিন ব্যাপী ‘কোড:লাভ’ বিপণীর প্রদর্শনী বৃহস্পতিবার শুরু হচ্ছে। গুলশানে বেঙ্গল ফাউন্ডেশনের সাংস্কৃতিক কেন্দ্র, বেঙ্গল আর্ট লাউঞ্জ এবং কেয়ারফাউন্টেইন এই প্রদর্শনীর আয়োজন করেছে।
রোববার প্রদর্শনী গ্যালারির সহকারী মাহজাবিন হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এতে বলা হয়, ভালবাসা একটি সার্বজনীন অনুভূতি। ভালবাসার মানুষটির একটি চিঠির অপেক্ষায় থাকার বদলে এখন আই-মেসেজ এবং বিভিন্ন ফোন ট্র্যাকিং যন্ত্র তার জায়গা নিয়েছে। এ ধরনের কিছু পরিবর্তন নিয়ে আলোচনা করতেই এই প্রদর্শনীর আয়োজন।
এই আয়োজনে যেসব কাজের প্রদর্শনী হবে তা মূলত কিউ-আর এবং বার কোডের, যেখানে বিভিন্ন বার্তা ও ছবি এনকোড করা থাকবে। কোড:লাভ এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যেন আমন্ত্রিত দর্শক কোড স্ক্যানারের মাধ্যমে এই প্রদর্শনীতে অংশ নিতে পারেন।
প্রদর্শনীর কাজগুলোর প্রধান মাধ্যম হচ্ছে বার্তা: কোডগুলোর সাহায্যে রোমান্সের বাণিজ্যিকীকরণ এবং মানুষের জীবন ও সম্পর্কের ক্ষেত্রে প্রযুক্তির ভূমিকা তুলে ধরা হয়েছে।
ভালবাসা দিবসের উপহারের জন্য কোড:লাভ বিপণী উদ্বোধনের একদিন আগে বুধবারই উন্মুক্ত করে দেওয়া হবে। এছাড়া বিস্তারিত তথ্য www.code-love.org ওয়েব সাইট থেকে জানা যাবে।
বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৪