বাংলানিউজটোয়েন্টিফোর.কম এখন পড়া যাচ্ছে আরও বেশি সাচ্ছন্দ্যে, সাবলিলভাবে। পাঠকের কাছে একটি সহজ ব্যবহার উপযোগী অনলাইন মিডিয়া তুলে ধরতে বাংলানিউজের প্রচেষ্টা নিরন্তর।
বাংলানিউজের কনটেন্ট সবার জন্য উন্মুক্ত। পাঠকের সুবিধার জন্য এই কনটেন্টে এখন সহজেই সংরক্ষণযোগ্য।
বোদ্ধা পাঠক তার রেফারেন্সের জন্য তথ্য খোঁজেন। বাংলানিউজের তথ্য বা খবরকে রেফারেন্স হিসেবে সংরক্ষণ করাও এখন খুব সহজ।
কারিগরি কারণে কিছুদিন বাংলানিউজের কনটেন্ট কপি করে সংরক্ষণ করা অনেকের পক্ষেই সম্ভব হয়নি। এখন সে সুবিধাটিও পুনর্বহাল করা হয়েছে।
যারা বাংলানিউজের কনটেন্ট থেকে নিয়ে অন্য কোনো মিডিয়ায় প্রকাশ করতে আগ্রহী তারা আগের মতোই সাবস্ক্রাইবার হিসাবে তা করতে পারবেন। এ জন্য রয়েছে সুনির্দিষ্ট নীতিমালা।
বাংলানিউজের কনটেন্ট ব্যবহার করার ক্ষেত্রে ক্রেডিটলাইন নিশ্চিত করা একটি অন্যতম শর্ত।
বাংলাদেশ সময় ১৬০৮ ঘন্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৪