ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

নকিয়ার অ্যান্ড্রয়েড হ্যান্ডসেটের যাত্রা শুরু

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৪
নকিয়ার অ্যান্ড্রয়েড হ্যান্ডসেটের যাত্রা শুরু

ঢাকা: বার্সেলোনায় চার দিনব্যাপী ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেসের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো নকিয়ার অ্যান্ড্রয়েড হ্যান্ডসেট। নকিয়া এক্স, এক্স প্লাস এবং এক্স এল নামে তিনটি অ্যান্ড্রয়েড হ্যান্ডসেট বাজারে ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।



এর মাধ্যমে বাজারে নকিয়ার লুমিয়া হ্যান্ডসেট কমিয়ে আনা হবে বলেও ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) স্টিফেন ইলোপ।

ইউরোপের বাজারে নকিয়া এক্স’র মূল্য ৮৯ ইউরো, এক্স প্লাস’র মূল্য ৯৯ ইউরো এবং এক্স এল’র মূল্য ১০৯ ইউরো নির্ধারণ করা হয়েছে। তবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বাজারের জন্য হ্যান্ডসেটগুলোর মূল্য কত হবে তা নির্ধারণ করা হয়নি।

নকিয়া এক্স ও এক্স প্লাস এর পর্দা ৪ ইঞ্চির হলেও এক্স এল’র পর্দাটি করা হয়েছে ৫ ইঞ্চির। ৫ মেগাপিক্সেল ক্যামেরার নকিয়ার এক্স হ্যান্ডসেটটি আগামী মাস থেকে বাজারে পাওয়া যাবে।

অন্য দু’টি হ্যান্ডসেট এক্স প্লাস ও এক্স এল’র জন্য অপেক্ষা করতে হবে এপ্রিল মাস পর্যন্ত।

বাংলাদেশ সময়: ০৯৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।