‘বিশ্বকাপের খেলা-প্রযুক্তির মেলা’ শ্লোগান নিয়ে দেশের অন্যতম কম্পিউটার বাজার ঢাকার আগারগাঁওস্থ বিসিএস কম্পিউটার সিটিতে শরু হয়েছে কম্পিউটার প্রদর্শনী ‘সিটিআইটি ২০১৪’।
প্রদর্শনীর দিতীয় দিন নানা আয়োজনে জমে উঠে মেলা প্রাঙ্গন।
মেলা উপলক্ষ্যে বাইনারি লজিক এনেছে ইন্টেলের নতুন প্রযুক্তির কোর আইথ্রি সেলেরন ভিত্তিক ছোট কম্পিউটার এনইউসি । ৪*৪ আকৃতির পণ্যটির দাম ৪২ হাজার টাকা। কোরআইথ্রি’র পাশাপাশি ২৫ হাজার টাকায় পাওয়া যাবে সেলেরন প্রসেসরেও।
এছাড়া সাড়ে ৮ হাজারে পাওয়া যাচ্ছে ট্যাবলেট পিসি। উপহার হিসেবে সঙ্গে থাকছে ব্যাগ ও কিবোর্ড।
বিসিএস কম্পিউটার সিটির প্রায় ২ লক্ষ বর্গফুট জায়গা জুড়ে আয়োজিত এবারের মেলায় অংশ নিয়েছে প্রায় ১৬০টি স্থায়ী প্রতিষ্ঠান। কম্পিউটার হার্ডওয়্যার, সফটওয়্যার, নেটওয়ার্ক ডাটা কমিউনিকেশন পণ্য, মাল্টিমিডিয়া আইসিটি শিক্ষা উপকরন ল্যাপটপ, পামটপ, ডিজিটাল জীবন ধারা ভিত্তিক প্রযুক্তিপণ্যসহ নানা ধরনের সুপরিচিত ব্র্যান্ডের পণ্য সুলভে বিক্রি হচ্ছে এসব প্রতিষ্ঠানে।
প্রবেশ টিকেটের ওপর প্রতিদিন র্যাফেল ড্রয়ে এলসিডি টিভি, ল্যাপটপ, ডিজিটাল ক্যামেরাসহ আকষর্নীয় পুরস্কার লাভের সুযোগ পাচ্ছে দর্শনার্থীরা।
আগামী ৮ মার্চ পর্যন্ত চলা এ মেলায় বিভিন্ন আয়োজনে রয়েছে কম্পিউটার বিষয়ক অনুষ্ঠান, বিনামূল্যে ইন্টারনেট ব্যবহারের সুযোগ, গুনীজন সংবর্ধনা, রক্তদান কর্মসূচী। প্রতিযোগতিার মধ্যে আছে শিশু চিত্রাঙ্কন, গেমিং, ডিজিটাল ফটোগ্রাফী, বিতর্ক এবং কুইজ।
প্রবেশমূল্য ১০ টাকা তবে আগের নিয়মে শিক্ষার্থীরা পরিচয়পত্র দেখিয়ে এবং প্রতিবন্ধীরা মেলায় বিনামূল্যে প্রবেশ করতে পারছে।
‘সিটিআইটি ২০১৪’ কম্পিউটার প্রদর্শনীতে গোল্ড স্পন্সর ‘আসুস, অ্যাভিরা, স্যামসাং, এইচপি এবং পেমেন্ট পার্টনার বিকাশ’। মিডিয়া পার্টনার হিসেবে ‘এটিএন বাংলা, বাংলানিউজ২৪.কম, বাংলাদেশ প্রতিদিন এবং এবিসি রেডিও’।
বাংলাদেশ সময়: ০১৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৪