ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো গ্রামীণ ফোনের থ্রিজি সেবা।
এর ফলে ঠাকুরগাঁওয়ের গ্রামীণ ফোন গ্রাহকরা দ্রুতগতির ইন্টারনেট ও ভিডিও কলের সুবিধা পাবেন।
রোববার জেলা শহরের বঙ্গবন্ধু সড়কে গ্রামীণ ফোনের কাস্টমার কেয়ারের সামনে ভিডিও কল করে এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস। এ সময় অতিথিরা কেক কাটেন ও পায়রা ওড়ান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতারুজ্জামান ও গ্রামীণ ফোনের ঠাকুরগাঁও ও পঞ্চগড় ডিস্ট্রিবিউটর তৌহিদুল ইসলাম বাদলসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে এ উপলক্ষে শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা স্কুল বড় মাঠে গিয়ে শেষ হয়। র্যালিতে গ্রামীণফোনের কর্মকর্তা-কর্মচারী, এজেন্ট ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৪