ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

মেহেরপুর পৌর শহরে ওয়াইফাই নেটওয়ার্কের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৪
মেহেরপুর পৌর শহরে ওয়াইফাই নেটওয়ার্কের উদ্বোধন

মেহেরপুর: মেহেরপুর পৌর শহরকে ওয়াইফাই (free internet) জোনের আওতায় আনা হয়েছে। এটিই দেশের প্রথম ওয়াইফাইভুক্ত পৌর শহর।



বুধবার সকালে স্বাধীনতা দিবসে মেহেরপুরে পৌর শহরে ওয়াইফাই নেটওয়ার্ক উদ্বোধন করা হয়।

বিনামূল্যে ইন্টারনেট সুবিধা প্রদানের লক্ষ্যে পৌরসভার উদ্যোগে এই ওয়াইফাই নেটওয়ার্ক উদ্বোধন করেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন।

ওয়াইফাই চালুর পর পৌর মেয়র মোতাছিম বিল্লাহ মতুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিয়াজান আলী। এসময় জেলার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। মেহেরপুর পৌরবাসী ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবহার করতে পারবে বলে জানান পৌর মেয়র মোতাছিম বিল্লাহ।

বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।