ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

মেলায় ৫ হাজার টাকায় ট্যাব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৪
মেলায় ৫ হাজার টাকায় ট্যাব ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে: রবি স্মার্টফোন ও ট্যাব এক্সপোর শেষ দিন শনিবার বিশেষ অফার দিচ্ছে প্রায় সব প্রতিষ্ঠান। সব থেকে আকর্ষণীয় অফার দিয়েছে কবি টাচস্ক্রিন ইন্টারনেট ট্যাবনেট।

আট হাজার টাকার ট্যাব মাত্র ৫ হাজার টাকায় পাওয়া যাচ্ছে।

প্রায় সব কনফিগারেশন যুক্ত করা হয়েছে এই ট্যাবে। মাত্র ৫ হাজার টাকায় ট্যাব পাওয়ায় দর্শনার্থীদের ভিড় ওই স্টলে।

প্রতিষ্ঠানটির সেলস অ্যান্ড মার্কেটিং ম্যানেজার শরিফুল ইসরাম সুমন বাংলানিউজকে বলেন, মেলার শেষ দিন দর্শনার্থীদের সম্মানে এই ছাড় দেওয়া হয়েছে।

দাম কম হলেও নানা অ্যাপ্লিকেশনে সমৃদ্ধ কবি ট্যাব। ৭ ইঞ্চি এলসিডি ডিসপ্লে, ওয়ান জিএইচজেড প্রফেসর, ওয়ান জিবি র‌্যাম। এছাড়া এর অডিও আউটপুট ৩ দশমিক ৫ এমএম হেডফোন, রয়েছে হাই স্পিড অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম।

কবি ট্যাবের ব্যাটারিও উন্নত মানের। রিজার্ভঅ্যাবল জিআই-পলি ব্যাটারি যোগ করা হয়েছে। রয়েছে টু মেগাপিক্সেল ক্যামেরা এবং হাইস্পিড ইন্টারনেট ব্রাউজিং সিস্টেম।

** আবারও নকিয়া লুমিয়ায় বিশেষ ছাড়!
** মেলার আর্কষণ কম্পিউটার গেমে হাতিরঝিল!
** স্মার্টফোন-ট্যাব মেলায় উপচেপড়া ভিড়

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।