ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বগুড়ায় ই-সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৪
বগুড়ায় ই-সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক্সসেস টু ইনফরমেশন প্রোগ্রামের নির্দেশনায় ও বগুড়া জেলা প্রশাসনের আয়োজনে উদ্দ্যেক্তাদের জন্য বিভিন্ন পার্টনারদের ই-সেবা বিষয়ক ইউনিয়ন (ইউআইএসসি) ও পৌর (পিআইএসসি) তথ্য ও সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুর দেড়টা পর্যন্ত অনুষ্ঠিত জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ করতোয়ায় কার্যক্রমের উদ্বোধন করেন বগুড়া জেলা প্রশাসক মো. শফিকুর রেজা বিশ্বাস।

   

উদ্বোধনকালে জেলা প্রশাসক বলেন, এই সেবার মাধ্যমে রেকর্ড রুমের পরচা ও খতিয়ান আবেদকের বাসায় সর্বোচ্চ ৩ দিনের মধ্যে ডাকযোগে পাঠানো সম্ভব হবে।

অনুষ্ঠানে পার্টনারদের মধ্যে ডাচবাংলা ব্যাংক লিমিটেড, বাংলালিংক, এয়ারটেল ও ট্রাস্ট বাংলা ব্যাংকের প্রতিনিধিরা স্ব স্ব প্রতিষ্ঠানের সেবা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন। এ সময় সকল ইউআইএসসিতে কর্পোরেট মোবাইল সিম বিতরণ করা হয়।

ডাচ বাংলা ব্যাংক লিমিটেড-এর সহযোগিতায় নাটোর ও পঞ্চগড়ের পড়ে বগুড়ায় এই কার্যক্রম চালু হয়েছে।

বিকেল সাড়ে ৪ টার দিকে জেলা প্রশাসনের আইসিটি শাখা থেকে পাঠানো এক বিবৃতির মাধ্যমে বাংলানিউজকে এই তথ্য নিশ্চিত করা হয়।       

বাংলাদেশ সময় : ২০৩৩ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৪‍

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।