প্রিন্টিং কাজে স্বাচ্ছন্দ্য ও সাশ্রয় সুবিধার মনো মাল্টিফাংশন প্রিন্টার দেশের বাজারে এনেছে স্থানীয় প্রযুক্তিপণ্যের পরিবেশক কম্পিউটার সোর্স। স্যামসাং অলইনওয়ান ‘এম৪০৭০ এফআর’ মডেলের এ প্রিন্টার ব্যবসায় কাজ কিংবা মাঝারি আকারের অফিসের প্রিন্টিং সুবিধা মেটানোর পাশাপাশি ফটোকপি, স্ক্যান এবং ফ্যাক্সের কাজ করতে সক্ষম।
এর অন্যতম বৈশিষ্ট্য ৬০০ মেগাহার্জ গতির ডুয়ালকোর প্রসেসর যা পেপার জ্যাম বিড়ম্বনা রোধ করে। ৠাম ২৫৬ মেগাবাইট, ৪জিবি হার্ডডিস্ক ড্রাইভ এছাড়া এমএলটিডি ২০৩এস টোনার রয়েছে প্রিন্টারটিতে। অন্যান্য সুবিধার মধ্যে কাগজ মজুদ রাখতে রয়েছে দুইটি ইনপুট ট্রে। ইনপুট ট্রে-১’এ ২৫০টি এবং মাল্টিপারপাস ট্রেতে রাখা যায় যে কোনো আকৃতির ৫০টি কাগজ।
এক বছরের বিক্রয়োত্তর সেবা, ফ্রি ইনস্টলেশন সুবিধাসহ স্যামসাং এম৪০৭০ এফআর’র দাম পড়বে ৭০ হাজার টাকা।
বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৪